You will be redirected to an external website

Kolkata: মধ্যরাতে ফের শহরে ভয়াবহ আগুন, ছুটল দমকলের ১০টি ইঞ্জিন

Kolkata:-মধ্যরাতে-ফের-শহরে-ভয়াবহ-আগুন,-ছুটল-দমকলের-১০টি-ইঞ্জিন

বৃষ্টির রাতেও ভয়াবহ আগুন শহরে

বৃষ্টির রাতেও ভয়াবহ আগুন শহরে। শুক্রবার সাত সকালে আগুন লেগেছিল বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়িতে, আর মধ্যরাতে আগুন লাগল কাগজের গোডাউনে। গুরুদাস দত্ত লেনের ওই গোডাউনে আগুন লাগে রাত প্রায় ১ টা নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পান বিষয়টি। তাঁরা তড়িঘড়ি ছুটে যান। প্রতি রাতেই গোডাউনের ভিতরে থাকেন কর্মচারীরা। তাই তাঁদের নিয়ে আশঙ্কা বাড়ে। স্থানীয় লোকজনই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। তাঁরাই একে একে কর্মীদের বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেন।

পরে একে একে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ও আগুন নেভানোর কাজ শুরু করে। রাস্তা থেকে গোডাউনের দূরত্ব অনেকটাই বেশি ছিল। সরু গলি থাকায় দমকলকে প্রথম পর্যায়ে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়। গোডাউনের ভিতরে ছিল সার সার কাগজের কার্টুন। ফলে আগুন অতি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ধসে-বন্ধ-একাধিক-রাস্তা,কেদারনাথের-পথে-ভয়ংকর-দুর্ঘটনায়-মৃত্যু-৫-তীর্থযাত্রীর Read Next

ধসে বন্ধ একাধিক রাস্তা,ক...