আসানসোলের স্পেনসার মলে ভয়াবহ আগুন । ছবি : নিজস্ব
আসানসোলের স্পেনসার মলে ভয়াবহ আগুন লাগে ।ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন ।আসানসোলের ভাঙ্গা পাঁচিল এলাকায় অবস্থিত স্পেন্সার মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ধোঁয়া মলের ২০ ফুট ওপরে এত দ্রুত উঠতে শুরু করে যে ধোঁয়া দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
তারপরে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালায় । মল থেকে নির্গত ধোঁয়া পুরো এলাকায় এতটাই ছড়িয়ে পড়েছে যে মানুষের শ্বাস নিতে খুব কষ্ট হয়। তবুও ফায়ার ব্রিগেডের কর্মীরা মলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান। সেইসাথে কীভাবে আগুন লেগেছে সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। আগুন লাগলে ধোয়ার দরুন একজন নিরাপত্তা রক্ষী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের দাবি ওই মলের ওয়ার হাউস থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং যে স্টক রুম আছে সেখানে বাক্স ও বিভিন্ন মালপত্রের পিচবোর্ডের কাটুনে দ্রুত আগুন লেগে যায়। প্রায় ৫ ঘন্টা লড়াই করে দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনে।