৭৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়! প্রতীকী ছবি
আর কয়েক ঘণ্টা পরেই ইডেনের শুরু হচ্ছে চেন্নাই সুপার কিংস ও ক্যালকাটা নাইট রাইডার্স এর ম্যাচ। কলকাতাতে এই ম্যাচ হয়তো ধোনির শেষ ম্যাচ। এই ভেবে দর্শকদের মধ্যে টিকিট নিয়ে কালোবাজারি শুরু হয়েছে। ৭৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়! ময়দানের মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অনলাইন কাউন্টারের সামনে চলছে এই কালোবাজারি। হাওড়া ইউনিয়ন ক্লাবের সামনেও একই অবস্থা। চলছে টিকিটের জন্য হাহাকার। এই সবই চলছে কলকাতা পুলিশের সামনে। লালবাজার কর্তৃপক্ষ এসব দেখেও নিরব।
সিএবির সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস জানান, "আমাদের ইডেন চত্বরে এসব নিয়ে কোন অভিযোগ নেই। বাইরে কোথায় কি হচ্ছে সে নিয়ে আমরা বলতে পারব না। এটা লাল বাজার পুলিশকে দেখতে হবে। তারা ব্যবস্থা নিক এটাই চাই।