You will be redirected to an external website

Kuno Chitah: ফের মৃত্যু হল চিতার,জাতীয় উদ্যানে মিলল চিতার দেহ, গত ৫ মাসে নবম মৃত্যু

Kuno-Chitah:-ফের-মৃত্যু-হল-চিতার,জাতীয়-উদ্যানে-মিলল-চিতার-দেহ,-গত-৫-মাসে-নবম-মৃত্যু

জাতীয় উদ্যানে মিলল চিতার দেহ

এই নিয়ে গত পাঁচ মাসে নবম চিতার মৃত্যু হল। বুধবার (২ অগস্ট) কুনো জাতীয় উদ্যানের পার্কের পক্ষ থেকে বলা হয়েছে, এদিন সকালে ধত্রি নামে এক মহিলা চিতার মৃতদেহ পাওয়া গিয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তার জন্য দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ২০২২-এর সেপ্টেম্বরে, মোদী সরকারের ‘প্রোজেক্ট চিতা’র আওতায় নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট ২০টি প্রাপ্তবয়স্ক চিতা আনা হয়েছিল। কুনো জাতীয় উদ্যানে তাদের রাখা হয়েছিল।

কুনো জাতীয় উদ্যানে আফ্রিকা থেকে আসা চিতাগুলি চারটি শাবকের জন্মও দিয়েছিল। তবে, গত কয়েক মাসে একের পর এক চিতার মৃত্যু হয়েছে। চার শাবকের মধ্যে তিনটিরই মৃত্যু হয়েছে। গত মাসেও মাত্র চার দিনের ব্যবধানে কুনো জাতীয় উদ্যানে দুটি পুরুষ চিতার মৃত্যু হয়েছিল। ১১ জুলাই মৃত্যু হয়েছিল তেজসের, আর ১৪ জুলাই সুরজ নামে আরও একটি চিতার।

এই চিতাগুলির মৃত্যুর পিছনে বিভিন্ন কারণ রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তেজসের দেহের ময়নাতদন্তে জানা গিয়েছিল, এক মহিলা চিতার সঙ্গে তার তীব্র লড়াই হয়েছিল । সেই লড়াইয়ের মানসিক এবং শারীরিক আঘাত থেকে আর সুস্থ হয়ে উঠতে পারেনি সে। এই লড়াই-এর পাশাপাশি বিভিন্ন রোগ, কুনো জাতীয় উদ্যানের ছাড়ার আগে এবং পরে ঘটা দুর্ঘটনা, শিকার করতে গিয়ে পাওয়া আঘাতের মতো বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে চিতাগুলির।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Earthquake:-ভূমিকম্পে-ভয়ঙ্করভাবে-দুলে-উঠল-নিকোবর-দ্বীপপুঞ্জ,-আতঙ্কে-সিঁটকে-বাসিন্দা-পর্যটকরা Read Next

Earthquake: ভূমিকম্পে ভয়ঙ্করভা...