বেলেঘাটা গুলিকাণ্ডে অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা ! সংগৃহীত ছবি
ঘটনার এক সপ্তাহের মধ্যেই রবিবার রাতে গুলিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা রাজু নস্করকে গ্রেপ্তার করল পুলিশ । রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে কলকাতায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। তাঁকে সম্ভবত আজই শিয়ালদা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ।
গত রবিবার বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজু নস্কর ও অলকানন্দা দাসের অনুগামীদের মধ্যে গণ্ডগোল লেগেছিল। অলকের অনুগামীদের অভিযোগ ছিল, দলীয় কার্যালয়ে আগ্নেয়াস্ত্র মজুত করতেন রাজু। রাজুর অফিসে গেলে সেখান থেকে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ করে অলকানন্দের শিবির। সেই গুলিকাণ্ডে এক জন আহতও হন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন রাজু। তাঁর বিরোধী শিবিরের দাবি ছিল, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখিয়ে দিয়েছে রাজু হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও রাজু নস্করের থেকে স্বরাদ নস্করের দাবি ছিল, “অফিস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ষড়যন্ত্র।”
গোপালপুর থেকে রাজুসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩০ এপ্রিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ড। তখন গুলি চালনার অভিযোগ ওঠে রাজুর বিরুদ্ধে।জুর বিরোধী শিবিরের দাবি, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখিয়ে দিয়েছে রাজু নস্কর হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। যদিও রাজু নস্করের দাবি ছিল, ‘অফিস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ষড়যন্ত্র । অবশেষে তাঁদের ওড়িশা থেকে গ্রেফতার করল গুণ্ডা দমন শাখা।