You will be redirected to an external website

AAP Protest: কেজরীর গ্রেফতারির প্রতিবাদে রবিবার দিল্লির রাস্তায় নামছে আপ

AAP-Protest:-কেজরীর-গ্রেফতারির-প্রতিবাদে-রবিবার-দিল্লির-রাস্তায়-নামছে-আপ

কেজরীর গ্রেফতারির প্রতিবাদে রবিবার দিল্লির রাস্তায় নামছে আপ

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির‌‌‌‌ প্রতিবাদে সেই ২১ মার্চ থেকে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মী-সমর্থকেরা। এ বার গণ অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে আপ। রবিবার দেশ জুড়ে গণ অনশন করবেন আপ সমর্থকেরা। 

দিল্লির আবগারি মামলায় আপ প্রধানকে গ্রেফতার করে ইডি। দলের আহ্বায়ক তথা প্রধানের গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে সরব হয়েছে আপ। দু’দফায় ইডি হেফাজত শেষে বর্তমানে কেজরীওয়ালকে পাঠানো হয়েছে তিহাড়ে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবেন তিনি।

২১ মার্চ কেজরীওয়ালের গ্রেফতারির পর থেকেই দিল্লির রাস্তায় নানা ভাবে প্রতিবাদ জানাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। অবিলম্বে দিল্লির মুখ্যমন্ত্রীকে ছাড়তে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। শুধু আপ নয়, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে থাকা সব দলই কেজরীওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অতিসক্রিয়তা’ নিয়ে আওয়াজ উঠেছে বিরোধী শিবির থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতি জনসভা থেকেই কেজরীওয়াল এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করছেন। কংগ্রেসও নানা ভাবে প্রতিবাদ জানাচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Dengue:-ডেঙ্গি-পরিস্থিতি-নিয়ন্ত্রণে-রাখতে-প্রস্তুতি-বৈঠক Read Next

Dengue: ডেঙ্গি পরিস্থিতি নিয়...