You will be redirected to an external website

Arvind Kejriwal: নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল আপ, ‘ইন্ডিয়া’ জিতলে কি তিনিই প্রধানমন্ত্রী?

Arvind-Kejriwal:-নির্বাচনী-ইস্তাহার-প্রকাশ-করল-আপ,-‘ইন্ডিয়া’-জিতলে-কি-তিনিই-প্রধানমন্ত্রী?

নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল আপ

কেজরী জানিয়েছেন, জোট ক্ষমতায় এলেও তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। পাশাপাশি, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা নিয়ে জোট সঙ্গীদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন তিনি। রবিবার আপ বিধায়কদের সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন কেজরী। সেই ইস্তাহারে ১০টি ‘কেজরীওয়ালের গ্যারান্টি’ বা প্রতিশ্রুতি পূরণের কথা জানিয়েছেন তিনি। সেই সময়ই তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী।

সাংবাদিক বৈঠকে কেজরীকে প্রশ্ন করা হয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সরকার গড়লে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না। উত্তরে তিনি বলেন, ‘‘না। আমি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই।’’ তবে জোট ক্ষমতায় এলে তিনি ‘কেজরীওয়ালের গ্যারান্টি’ অবশ্যই পূরণ করবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি, ইস্তাহারের প্রতিশ্রুতি নিয়ে তিনি জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করেছেন কি না জিজ্ঞাসা করা হলে কেজরী বলেন, ‘‘আমি জোট ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে এগুলি নিয়ে আলোচনা করিনি। তবে আমার বিশ্বাস, ‘ইন্ডিয়া’র সদস্যদের এই নিয়ে কোনও সমস্যা হবে না। আমি নিশ্চিত করছি যে, প্রতিশ্রুতি পূরণ হবেই।’’ তবে জোটসঙ্গীদের সঙ্গে এই নিয়ে আলোচনা না করার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। তিনি বলেন, ‘‘আমি এর জন্য ক্ষমাপ্রার্থী। সময় কম, অর্ধেক ভোট হয়ে গিয়েছে। তবে আমি জানি যে স্কুল এবং হাসপাতাল খোলা নিয়ে ওদের কোনও আপত্তি থাকবে না।’’

দিল্লিতে লোকসভা নির্বাচন ষষ্ঠ দফায়, ২৫ মে। তার ১৩ দিন আগে ইস্তাহার প্রকাশ করল আপ। আপপ্রধান জানিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে সারা দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। তার মধ্যে প্রথম ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। সবার জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা এবং বেসরকারি স্কুলের চেয়ে সরকারি স্কুলে উন্নত পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলি উন্নত করা কথাও বলা হয়েছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-হাওড়ার-সভায়-মোদীর-সামনে-কেঁদে-ফেলল-খুদেরা,-আবেগঘন-প্রধানমন্ত্রীও Read Next

Narendra Modi: হাওড়ার সভায় মোদীর...