You will be redirected to an external website

গরু পাচার মামলায় আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেবেন লতিফ !

গরু-পাচার-মামলায়-আসানসোল-সিবিআই-আদালতে-হাজিরা-দেবেন-লতিফ-!

ইডির স্ক্যানারে আব্দুল লতিফ ! সংগৃহীত ছবি

গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেও বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেবেন অভিযুক্ত আব্দুল লতিফ।

পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে আসানসোলে সিবিআই আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। সেইমতো বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে গরু পাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফ হাজিরা দেবেন বলে জানা গিয়েছে।

এর আগে আসানসোল বিশেষ সিবিআই আদালত লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আব্দুল লতিফ। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ লতিফকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়। দুই বিচারপতির বেঞ্চ জানায়, এক সপ্তাহ পর এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। ততদিন কোনও কড়া পদক্ষেপ করা যাবে না লতিফের বিরুদ্ধে।

তবে শীর্ষ আদালত জানায়, আসানসোল সিবিআই আদালতে বৃহস্পতিবার গরু পাচার মামলার শুনানি রয়েছে। সেদিন বা তার আগে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতিরা। তাঁদের রায়ে এও উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট কোর্ট মামলা সংক্রান্ত যা নির্দেশ দেবে তা মেনে চলতে হবে। প্রসঙ্গত, গরু পাচার মামলায় প্রথম থেকেই নাম জড়িয়েছিল ইলামবাজারের আব্দুল লতিফের। ইলামবাজার গরু হাটের নিয়ন্ত্রক ছিলেন তিনি। অন্যদিকে রাজু ঝা হত্যাকাণ্ডে নাম উঠেছে লতিফের।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তেজস্বী-যাদবের-বিরুদ্ধে-মানহানির-মামলা-! Read Next

তেজস্বী যাদবের বিরুদ্ধে...