You will be redirected to an external website

Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ SLST চাকরিপ্রার্থীরা!

Abhijit-Gangopadhyay:-বিচারপতি-অভিজিৎ-গঙ্গোপাধ্যায়ের-বাড়িতে-হঠাৎ-SLST-চাকরিপ্রার্থীরা!

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ SLST চাকরিপ্রার্থীরা!

বুধবার সন্ধেবেলা হঠাৎই হুলস্থূল কাণ্ড৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সল্টলেকের বাড়ির বাইরে এসএসসি SLST ২০১৬-র চাকরিপ্রার্থীরা। বিচারপতির বাড়ির ভিতরে ঢুকতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। তারপরেই রাস্তায় বসে পড়ে কান্নাকাটি শুরু করে দেন চাকরিপ্রার্থীদের একাংশ।

চাকরি প্রার্থীদের দাবি, তাঁরা ২০২২ সালের নভেম্বর মাসে সুপারিশপত্র পেয়েছেন। কিন্তু সুপার নিউমেরারি পোস্ট ঘিরে আইনি জটিলতা থাকায় চাকরিতে যোগ দিতে পারছেন না। এদিকে বয়সও বেড়ে যাচ্ছে৷

এদিন বিচারপতিকে এক চাকরিপ্রার্থী বলে ওঠেন, ‘‘স্যর আপনি আমাদের আইডল৷ আমরা কোনও উপায় না দেখে আপনার কাছে এসেছি৷ আপনি অনেককে সাহায্য করেছেন…আমাদের একটা ব্যবস্থা করে দিন৷ আমরা আর পারছি না৷’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

হাড়কাঁপানো-ঠান্ডা-আর-কুয়াশায়-জেরবার-দিল্লি,ব্যাহত-বিমান-ওঠানামা Read Next

হাড়কাঁপানো ঠান্ডা আর ক...