You will be redirected to an external website

Calcutta High Court: অভিজিৎকে এখন বিরক্ত নয়, তদন্তে স্থগিতাদেশ দিল হাই কোর্ট

Calcutta-High-Court:-অভিজিৎকে-এখন-বিরক্ত-নয়,-তদন্তে-স্থগিতাদেশ-দিল-হাই-কোর্ট

ভোট না মেটা পর্যন্ত অভিজিৎকে বিরক্ত করা যাবে না

প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এফআইআর খারিজ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় তাঁকে রক্ষাকবচ দিল আদালত। হাই কোর্ট জানিয়েছে, ভোট না মেটা পর্যন্ত অভিজিৎকে বিরক্ত করা যাবে না। তাঁর বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ। তবে ঘটনার তদন্ত প্রক্রিয়া তারা চালিয়ে নিয়ে যেতে পারবে। 

গত ৪ মে মনোনয়ন জমা দিতে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ। সে দিন তমলুকের হাসপাতাল মোড়ে কিছু গোলমাল হয়েছিল। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। যা খারিজের আবেদন নিয়ে হাই কোর্টে যান প্রাক্তন বিচারপতি। হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়েছে। বিচারপতি জানিয়েছেন, যে হেতু মামলাকারী নির্বাচনের প্রার্থী, তাই তাঁর বিরুদ্ধে ১৪ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তাঁর বিরুদ্ধে কোনও তদন্তও করা যাবে না। তদন্ত প্রক্রিয়াতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

প্রাক্তন বিচারপতির হয়ে আদালতে এই মামলার সওয়াল করেন আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি বলেন, ‘‘অভিজিতের বিরুদ্ধে করা এফআইআরে বলা হয়েছে, অনুমতি ছাড়া বেআইনি ভাবে তিনি মিছিল করেছিলেন। এই দাবি সঠিক নয়। নির্বাচন কমিশনের ‘সুবিধা অ্যাপে’ মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার আবেদন করা হয়েছিল। কমিশন ওই অনুমতি দিয়েছিল বিজেপি প্রার্থীকে।’’

অভিজিতের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তিনি এক প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছেন। আইনজীবীর বক্তব্য, এই অভিযোগ ভিত্তিহীন। কারণ প্রাক্তন বিচারপতির এমন কোনও ক্ষমতাই নেই।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Election-2024:-কংগ্রেসের-প্রচারে-কেজরী,-জামিন-রায়ে-ক্ষুব্ধ-অমিত Read Next

Election 2024: কংগ্রেসের প্রচারে ...