You will be redirected to an external website

Abhishek Banerjee: ‘বাংলায় ২০ লক্ষ আবাস যোজনার টাকা আটকে রেখেছেন’ কেন্দ্রকে খোঁচা অভিষেকের

Abhishek-Banerjee:-‘বাংলায়-২০-লক্ষ-আবাস-যোজনার-টাকা-আটকে-রেখেছেন’-কেন্দ্রকে-খোঁচা-অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা নিয়ে অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার সংসদের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে ঘোরানো ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “বাংলার সঙ্গে মণিপুরের তুলনা করা চলে না। আমাদের রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়নি। মণিপুরে তো ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে।”

এ দিন সকালে দিল্লিতে সংসদ ভবনের চত্বরে দাঁড়িয়ে লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মণিপুরে যা হচ্ছে, তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে অনুরোধ করছি সরকারকে। মণিপুরের যে দৃশ্যগুলি আমাদের সামনে উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা ১৫০০ কোটি টাকা খরচ করে সংসদ ভবন তৈরি করেছেন। আপনারা ১০০ দিনের কাজের টাকা আটকে রাখেন, আবাস যোজনার টাকা আটকে রাখেন। এই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন যে ২০২২ সালের শেষের মধ্য়ে দেশে এমন একটিও পরিবার থাকবে না, যাদের মাথার উপরে পাকা ছাদ থাকবে না। আজ আমরা ২০২৩ সালের জুলাই মাসে দাঁড়িয়ে রয়েছি। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Elon-Musk:-টুইটার-থেকে-সরে-গেল-পাখির-আদলে-তৈরি-সেই-বিখ্যাত-নীল-লোগো,পরিবর্তনের-সূচনা-মাস্কের Read Next

Elon Musk: টুইটার থেকে সরে গেল ...