You will be redirected to an external website

Panchayat Election: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই রোড শো,পুরোদমে প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Panchayat-Election:-পঞ্চায়েত-ভোটের-দিন-ঘোষণা-হতেই-রোড-শো,পুরোদমে-প্রচার-অভিষেক-বন্দ্যোপাধ্যায়ের

পুরোদমে প্রচারে নেমে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুরোদমে প্রচারে নেমে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট ছোট সভা ও রোড শো করছেন তিনি। কোনও বড় সভা নয়, ছোট সভা নিয়েই তিনি প্রচার সারছেন৷ কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে প্রচার সারছেন তিনি৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “গ্রাম বাংলার তৃণমূলস্তরে, জনমানসের জীবনযাত্রার উন্নতিসাধনের প্রক্রিয়ায়, এলাকাভিত্তিক ছোট ছোট জন সংযোগ কর্মসূচিগুলোই অন্যতম মুখ্য ভূমিকা পালন করে। মানুষের একদম পাশে বসে, তাঁদেরই একজন হয়ে উঠে, সরাসরি তাঁদের কাছ থেকে সমস্যা, অভাব-অভিযোগ বা পরামর্শ শোনার মধ্যে যে আনন্দ এবং ফলপ্রসূ কার্যকারিতা আছে তা বলে বোঝানো যায় না। সবচেয়ে বড় কথা, জনসংযোগ যাত্রায়, সম্পূর্ণ ভরসা করে মানুষ আমার কাছে এসে তাঁদের দাবিদাওয়া জানাচ্ছেন। আমি সেগুলো শুনেছি এবং দ্রুত সুরাহা নিশ্চিত করেছি। আজ বসিরহাট উত্তরে বিভিন্ন ধরনের মানুষের দরবারে হাজির হয়ে, তাঁদের কথা শুনে আমি অনুপ্রাণিত হয়েছি। এতদিনে আপামর রাজ্যবাসীর কাছে আমার যে কিছুটা হলেও ভরসাযোগ্যতা তৈরি হয়েছে, তা জানতে পেরে আমি অভিভূত।”

কর্মসূচির শুরুতে একাধিক সভা থাকলেও আপাতত একাধিক রোড শো করছেন অভিষেক। তিনি জানিয়েছেন, “রোড শো শুধুমাত্র নিছক গণসম্মেলন বা মিছিলে হাঁটার কর্মসূচি নয়, বরং হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত আবেগের প্রত্যক্ষ বহিঃপ্রকাশের একটা ক্ষেত্রবিশেষ। রোড শো থেকেই জেলার সামগ্রিক পরিস্থিতির খুব স্পষ্ট একটা ধারণা পাওয়া যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আন্তরিক ভালোবাসা, অদম্য উদ্যম, আত্মত্যাগী মনোভাব, তৃণমূল কংগ্রেসের প্রতি সহজাত সমর্থন এবং দু’চোখে নতুন দিনের স্বপ্ন নিয়ে, রাস্তা, গলি, ফুটপাথ, সড়ক, মেঠো পথ ছাপিয়ে মানুষ অংশগ্রহণ করছেন। এই কর্মসূচিতে ভরসা রেখে মানুষের এই বিশাল গণজমায়েত আমাকে বিস্মিত করেছে।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

Cyclone Biparjoy: ৯৫টি ট্রেন বাতিল, ...