You will be redirected to an external website

Abhishek Banerjee: তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek-Banerjee:-তিনদিনের-সফরে-দিল্লি-যাচ্ছেন-অভিষেক-বন্দ্যোপাধ্যায়

তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল সাংসদ। তিনদিনের সফর সেরে আগামী ৫ এপ্রিল কলকাতায় ফিরে আসবেন তিনি। তবে, দিল্লিতে তাঁর কী কর্মসূচি রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর জাতীয় রাজনীতিতে বদলেছে অনেক সমীকরণ। সেই আবহে অভিষেকের দিল্লি-যাত্রা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। তার আগে তৃণমূলের অবস্থান কী হয়, সে দিকে নজর থাকছে রাজনৈতিক মহলের।

লোকসভা নির্বাচনের রণকৌশল প্রসঙ্গে তৃণমূল আগেই জানিয়েছে, তারা একলা চল নীতিই নিচ্ছে। বিশেষত কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা প্রায় খারিজ করে দিয়েছে তৃণমূল। তবে সম্প্রতি রাহুল গান্ধী ইস্যুতে কাছে আসতে দেখা গিয়েছে কংগ্রেস-তৃণমূলকে। সেই আবহেই দিল্লি যাচ্ছেন রাহুল।

মোদী পদবি নিয়ে মানহানি মামলায় সম্প্রতি দোষী সাব্য়স্ত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুরাট আদালতে দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয় তাঁকে। আর সেই শাস্তি হওয়ার পর ২৪ ঘণ্টা কাটার আগেই সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধী। সেই ইস্যুতে কংগ্রেস-তৃণমূলকে কাছাকাছি আসতে দেখা গিয়েছে। সোমবার সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের বিরোধী দলগুলির ডাকা বৈঠকে যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। শুধু তাই নয়, সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বিরোধী নেতাদের নৈশভোজেও যোগ দেয় তৃণমূল কংগ্রেস।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তিহাড়েই-থাকতে-হবে-আরও-৪-মাস,কোর্টে-ফের-পিছল-অনুব্রতর-জামিনের-আবেদন Read Next

তিহাড়েই থাকতে হবে আরও ৪ ...