বাজেটের ভূয়সী প্রশংসা করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আবাস, সমুদ্রসাথী থেকে কর্মশ্রী, একের পর এক চমক দেওয়া ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই বাজেটকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মা, বোন, গরিবদের হাত শক্ত করে স্বনির্ভর বাংলার দিকে পদক্ষেপ। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি থেকে পশ্চিমবঙ্গ সরকারের কর্মশ্রী প্রকল্প, ২০২৪-এর রাজ্য বাজেট সবার উন্নয়ন নিশ্চিত করবে।’
সম্প্রতি কেন্দ্রের বরাদ্দের দাবিতে রেড রোডে ধরনায় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক ছিলেন দিল্লিতে। ধরনার দ্বিতীয় দিনে মমতা সকল সাংসদকে দিল্লি থেকে কলকাতায় এসে ধরনায় যোগ দিতে বলেছিলেন। তবে অভিষেক সেখানে যোগ দিতে পারেননি। এ নিয়ে নানা চর্চা শুরু হয়। যদিও দিল্লি থেকে ফিরেই কালীঘাটে মমতার বাড়িতে যান অভিষেক। ভোটের আগে আরও সক্রিয় হচ্ছেন সংগঠনে। ১৬ ফেব্রুয়ারি মেগা বৈঠক ডেকেছেন তৃণমূলের সেনাপতি।