ইডি দফতরে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বুধবারই সমন পাঠিয়েছিল ইডি। বৃহস্পতিবার বেলা ১১টার সময় অভিষেককে আসতে বলা হয়েছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। যদিও বৃহস্পতিবার সকালে তার অনেক আগেই সিজিও চত্বরকে মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার চাদরে। ঠিক ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বার হন অভিষেক। যথাসময়েই পৌঁছে যান ইডি দফতরে।
অভিষেকের পরনে ছিল সাদা রঙের শার্ট। বাড়ি থেকে বেরনোর সময় উপস্থিত জনতাকে লক্ষ্য করে হাতও নাড়েন তিনি। ১১টা বাজার কয়েক মিনিটের মধ্যেই তাঁর গাড়ি প্রবেশ করে সিজিও চত্বরে। এর আগে অভিষেককে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সূত্রের খবর, অভিষেককে বৃহস্পতিবার জেরা করা হতে পারে তাঁরই জমা দেওয়া নথি সংক্রান্ত বিষয়ে।
প্রসঙ্গত, ঠিক দু’মাস আগেই ইডির তলব পেয়ে সিজিও দফতরে এসেছিলেন অভিষেক। গত ১৩ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছিল তাঁকে। সে দিন টানা ৯ ঘণ্টা অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তবে তার পর থেকে আরও দু’বার তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। গত ৩ অক্টোবর এবং ৯ অক্টোবর অভিষেককে সিজিও দফতরে হাজিরা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয় ইডির তরফে। অভিষেক অবশ্য দু’দিনই সিজিওতে যাননি। যদিও বৃহস্পতিবার অভিষেক যে ইডির দফতরে যাবেন, তার স্পষ্ট ইঙ্গিত বুধবারই মিলেছিল তৃণমূলের তরফে।