You will be redirected to an external website

যারা ভেদাভেদ চায়, তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান অভিষেকের!

রেড রোডের অনুষ্ঠানে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! সংগৃহীত ছবি

“যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না।“ ইদের শুভেচ্ছা জানাতে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এভাবেই বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা ভেদাভেদ চায়, তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বানও জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শনিবার সকাল থেকেই শহরজুড়ে ইদের মেজাজ। এই উপলক্ষেই রেড রোডের বিশেষ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদলের নেতা-মন্ত্রীরা। সেখানেই নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তিনি বলে দেন, ধর্মের নামে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে অনেকে। কিন্তু সেই প্ররোচনায় পা দেবেন না।”অভিষেক বলেন, “যে চাঁদ দেখে আপনারা ইদ পালন করেন, তার কি কোনও ধর্ম আছে? হিন্দুদের পরবও তো চাঁদ দেখে হয়, তার কোনও ধর্ম হয় না। শরীরে যে রক্ত বইছে, তার কোনও ধর্ম হয় না। চাঁদ-সূর্য, গাছ-পালা, পাখিদের কলোরবের কোনও ধর্ম হয় না। বাংলায় ধর্মের নামে কোনও ভেদাভেদ নেই। আর সেই জন্যই বাংলা বাকিদের থেকে আলাদা।”

এরপরই নাম না করে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, “যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি কী হবে, তা আগামী দিনে স্পষ্ট হয় যাবে। যারা আমাদের কাছে সার্টিফিকেট চাইছে, তারা আগে নিজেদের সার্টিফিকেটটা দেখাক।” এই ভেদাভেদ রুখতেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াইয়ের ডাক দেন তিনি। সেই সঙ্গে নিশ্চিন্তে ইদের উৎসবে মেতে ওঠার কথা বলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

"আমি নিজের দলেরই ষড়যন্ত...