আহতদের দেখতে শিলিগুড়ি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রাকৃতিক দুর্যোগে আহতদের দেখতে শিলিগুড়ি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রোগীদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন অভিষেক। আশ্বাস দেন পাশে থাকার। এদিনও নার্সিংহোম চত্বর থেকে বিরোধী দলনেতাকে নাম না করে আক্রমণ করেন তৃণমূলের ‘সেনাপতি’।
রবিবার কয়েকমিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যু হয়েছে ৫ জনের। আহত বহু। জলপাইগুড়ি ও শিলিগুড়ির হাসপাতালে ভর্তি তাঁরা। পূর্বসূচি অনুযায়ী এদিন আহতদের দেখতে শিলিগুড়ির হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। আশ্বাস দেন পাশে থাকার। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের আপাতত ত্রাণ শিবিরেই থাকার পরামর্শ দেন।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের দ্রুত আরোগ্য কামনা করেন। এর পরই বিরোধীদের নিশানা করে বলেন, “এটা রাজনীতি করার মতো ঘটনা নয়। সেই জন্যই মুখ্যমন্ত্রী রাতে এসেছেন। রাজনীতি করতে চাইলে সকালে আসতেন। তা সত্ত্বেও কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন।” অভিষেকের কথায়, “উত্তরবঙ্গে তৃণমূল পিছিয়ে ছিল গত নির্বাচনে। তা সত্ত্বেও কোনও কিছু না ভেবে ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে এসেছেন তৃণমূল নেত্রী। কেউ কেউ দূরে বসে টুইট করেই দায় সারলেন।” বলাই বাহুল্য যে, মোদি ও শাহকে আক্রমণ করেছেন অভিষেক। নাম করে বিঁধেছেন বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারকে।