আগামিকাল অভিষেক বন্দোপাধ্যায় সভা করবেন নদিয়ায়
প্রথম সভা নদিয়ায়। আগামিকাল নদিয়ার হাঁসখালিতে তিনি জনসভা করবেন৷ এর পর তিনি চলে যাবেন মূর্শিদাবাদের ডোমকলে। সেখানে রোড শো করবেন অভিষেক। ফলে পঞ্চায়েত প্রচারের শুরুতেই ময়দানে তৃণমূলের দুই হেভিওয়েট।।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার প্রচারের রূপরেখা ইতিমধ্যেই ঠিক করে নিয়েছে শাসকদল। গ্রামবাংলার ভোটের প্রচারে যাচ্ছেন দলের অভিজ্ঞ, জনপ্রিয় জনপ্রতিনিধিরাও। এমন কি, আজ থেকে মাঠে নামছেন স্বয়ং দলনেত্রীও। তবে লাগাতার প্রচারে তৃণমূলের উন্নয়নমূলক কাজ একেবারে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়াই উদ্দেশ্যে। আর তা করতেই প্রচারে ঝাঁপাচ্ছেন অভিষেক ববন্দোপাধ্যায়। তৃণমূলের স্পেশাল ৫০ ইতিমধ্যেই ময়দানে প্রচারে নেমেছে।
আগামিকাল অভিষেক বন্দোপাধ্যায় সভা করবেন নদিয়ায়। রোড শো করবেন মুর্শিদাবাদে৷ ফের ৩০ তারিখ থেকে লাগাতার সভা ও মিছিল করবেন তিনি৷ সূত্রের খবর, ৩০ তারিখ তিনি সভা করবেন বীরভূমের দুবরাজপুরে৷ ওই একই দিনে বিকেলে তিনি মিছিল করবেন পশ্চিম বর্ধমান জেলার বারাবনিতে। এরপর তিনি ১’ জুলাই সভা করবেন আলিপুরদুয়ারে। ওই একই দিনে তার সভা করার কথা দক্ষিণ দিনাজপুরেও।
ফের ৩ তারিখ তার সভা করার কথা পুরুলিয়ায়৷ একই দিনে রোড শো করার কথা বাঁকুড়ায়৷ আগামী ৪ তারিখ সভা করবেন পূর্ব মেদিনীপুরের তমলুকে। একই দিনে তাঁর রাজনৈতিক কর্মসূচি থাকবে পশ্চিম মেদিনীপুরে।