You will be redirected to an external website

Abhishek Banerjee: নজরে পূর্ব মেদিনীপুর জেলা,অভিষেক ঝড় আজ দুই মেদিনীপুরে!

অভিষেক ঝড় আজ দুই মেদিনীপুরে

লোকসভা ভোটের আগে দলের সাংগঠনিক শক্তি পঞ্চায়েত ভোটে মেপে নিতে চায় শাসক দল। আর সেদিক থেকে দেখতে গেলে সবচেয়ে বেশি করে নজরে থাকবে পূর্ব মেদিনীপুর জেলা। পঞ্চায়েত প্রচারে আজ তাই তমলুকে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের নজরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ৫টি লোকসভা আসন। এই ৫ সংসদীয় আসনের মধ্যে তৃণমূলের হাতে রয়েছে  ৩টি লোকসভা। বিজেপির হাতে রয়েছে ২টি।এই ৫ লোকসভা আসন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস।পূর্ব মেদিনীপুর জেলায় ২০০৭ সাল থেকে তৃণমূল কংগ্রেস সেখানে রাজনৈতিক ভাবে লাভবান।

নন্দীগ্রাম আন্দোলনের জেরে তখন রাজনৈতিক মহলের নজরে তৃণমূল কংগ্রেস। ২০২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম আসন হারলেও দুই মেদিনীপুর-ঝাড়গ্রামের মতো এলাকায় ভাল ফল করে তৃণমূল। ইতিমধ্যেই সাংগঠনিক বৈঠকে এই সব জেলাকে আগে ভাগেই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে লোকসভার প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাসক দল।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের দুই সাংসদ সদস্যই তৃণমূল কংগ্রেসের। দু’জনেই অধিকারী পরিবারের সদস্য। যে অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব দীর্ঘতর হয়েছে জোড়া ফুল শিবিরের।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কেন্দ্রীয়-মন্ত্রিসভায়-বড়সড়-রদবদলের-সম্ভাবনা-জোরালো,মোদির-মন্ত্রিসভায়-আমূল-বদল-আসছে Read Next

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ব...