You will be redirected to an external website

Chhath Puja: ছট পুজোয় এবার ঘাটে-ঘাটে উপস্থিত থাকবে ‘অভিষেকের দূত’

Chhath-Puja:-ছট-পুজোয়-এবার-ঘাটে-ঘাটে-উপস্থিত-থাকবে-‘অভিষেকের-দূত’

ছট পুজোয় এবার ঘাটে-ঘাটে উপস্থিত থাকবে ‘অভিষেকের দূত’

পঞ্চায়েত ভোটের সময় ‘অভিষেকের দূত’ নামে বিশেষ কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এবার ছট পুজোর সময়ও সেই ‘দূত’রা নামতে চলেছেন ময়দানে।

১৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে ছটপুজো। চলবে টানা চারদিন। ছটপুজোয় যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয় সেই দিকটি খেয়াল রাখতে মাঠে নামছে ‘অভিষেকের দূত’। বি গার্ডেন, রামকৃষ্ণপুর ঘাট, নমক গোলা ঘাট, বেলুড় জগন্নাথ ঘাট সহ মোট ১০০ টির বেশি ঘাটে উপস্থিত থাকবেন এই দূতরা। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার খেয়াল রাখবেন তাঁরা।

উল্লেখ্য, এর আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করা হয়েছিল। যেখানে সাধারণ মানুষ ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারতেন। পরবর্তীতে অভিষেককে ফোনও চালু হয়েছিল। টোল ফ্রি নম্বরে ফোন করে শুরুতে যেখানে সমস্যার কথা জানাতে পারতেন ডায়মন্ড হারবারের মানুষজন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-উত্তুরে-হাওয়া-ঢুকছে,-চলতি-সপ্তাহে-তাপমাত্রা-আরও-কমার-সম্ভাবনা Read Next

Weather: উত্তুরে হাওয়া ঢুকছে, ...