মমতার কালীঘাটের বাড়িতে অভিষেক-ফিরহাদ
তৃণমূলের প্রবীণ-নবীন টানাপোড়েনে প্রবল অস্বস্তিতে দল। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয়েছে দলনেত্রীকে। প্রকাশ্য মঞ্চ থেকে তাঁকে বার্তা দিতে হয়েছে, “পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে।” কিন্তু পুরনো চাল ভাতে কি বাড়ল তৃণমূলে নাকি নবীনরাই শুধু আগ বাড়িয়ে চলছে, এ প্রশ্ন আরও জোরাল।
এদিন বিকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অভিষেক সাক্ষাৎপর্বের মাঝেই সেখানে পৌঁছন ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছেন, যাবতীয় টানাপোড়েনের অবসান হতে চলেছে। কারণ এবার ময়দানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতারা দলনেত্রীর বাড়িতে যাবেন, এতে নতুন কিছু নেই।
প্রসঙ্গত, এদিনই দলের মুখপাত্র কুণাল ঘোষ একাধিকবার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাকিরা সংগঠন করছেন। অভিষেকই মমতার ব্যাটন হাতে তুলে নেওয়ার যোগ্যতম। তাই দল নিয়ে অভিষেকের পরামর্শ দেওয়ার থাকতেই পারে। তাতে দলেরই ভাল হবে বলেও মন্তব্য করেন কুণাল।