You will be redirected to an external website

''শুভেন্দু তৃণমূলের লক্ষী'' ,জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় !

শুভেন্দু যত বিজেপিতে থাকবে তত ভোগে যাবে দল ! সংগৃহীত ছবি

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই জন সংযোগ কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার অভিযোগ, দলীয় কর্মসূচির নিরাপত্তায় রাজ্য পুলিশকে মোতায়েন করা হচ্ছে ।  সংবাদমাধ্যমের প্রশ্ন শুনে উত্তরে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 'ও তৃণমূলের লক্ষ্মী'', নাম না নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এইভাবেই সম্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভেন্দুর নাম না করে অভিষেকের কটাক্ষ, "ও তৃণমূলের লক্ষ্মী। ও বিজেপিতে যত থাকবে, তত বিজেপি মায়ের ভোগে যাবে।" অভিষেক বলেন, "তৃণমূলের লড়াই শ্রমিক-কৃষকদের স্বার্থে। নিজের স্বার্থ না দেখে, মানুষের স্বার্থ দেখাই নবজোয়ার। একতার মন্ত্রে বাঁধা কোচবিহার থেকে কাকদ্বীপ, সেটাই নবজোয়ার। আমি রাস্তাতেই হাঁটছি, গাড়িতে বসে মানুষের কথা শুনছি। দু'ধারে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। এটাই জানান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখনও কেউ তৈরি হয়নি।"

এদিনই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। 'তৃণমূলে নবজোয়ার কর্মসূচির নিরাপত্তার জন্য কোষাগারে কতটাকা জমা পড়েছে ? তৃণমূল পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সি হিসেবে ব্যবহার করছে।' জবাব চেয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

তৃণমূলের জনসংযোগ কর্মসূচির সপ্তম দিনে উত্তর দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার করণদিঘির সভা দিয়ে শুরু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তৃণমূলের নবজোয়ার-এর এদিনের কর্মসূচি। এদিন করণদিঘির মঞ্চ থেকে আগাগোড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন কেন্দ্রের মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কী বাত'-কে তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কী বাত'-এর ১০০ এপিসোড নাকি পার করেছেন, এদিকে বাংলার ১০০ দিনের একটা টাকাও ছাড়েনি । 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

ঠিক কতদিন স্থায়ী হবে এই স...