বিজেপি সাংসদ এবং বিধায়কদের আক্রমণ অভিষেকের ! সংগৃহীত ছবি
গত বছর ১১ সেপ্টেম্বর তিন বিজেপি সাংসদ ও নয় বিধায়কের বাড়ি ঘেরাও করবে তৃণমূল। আলিপুরদুয়ারের দলের শ্রমিক সংগঠনের কর্মিসভা থেকে এভাবেই সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কোচবিহারবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা, "বিজেপি বিধায়ক-সাংসদরা যদি মানুষের দাবি পূরণ না-করেন তাহলে তাঁদের বাড়ি ঘেরাও করুন ৷ যেখানে যেতে হয় আমি যাব ৷"
গত ১১ সেপ্টেম্বর অভিষেক সমাবেশে বলেন, ডিসেম্বরের মধ্যে চা বাগানের শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি সংক্রান্ত সমস্যা না মিটলে হবে ঘেরাও কর্মসূচি। সময় বেঁধে দিয়ে তা ঘোষণা করে কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে জানান।
জন সংযোগ যাত্রার দ্বিতীয় দিন ৷ মঙ্গলবার তাঁর নবজোয়ার কর্মসূচির প্রথম দিনে সিতাই, মাথাভাঙায় ব্যালট বাক্স ভেঙে ফেলার কাণ্ড ঘটেছে ৷ এরপর বুধবার ফের নিজের পছন্দের প্রার্থীর নামে ভোট দেওয়ার বার্তা দিলেন অভিষেক৷ শুধু তাই নয়, কোচবিহার দক্ষিণ বিধানসভায় এক নং ব্লকের ঘুঘুমারি হোমিওপ্যাথি কলেজ গ্রাউন্ডে জনসভার মঞ্চ থেকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে শুরু করে শান্তনু ঠাকুরকে আক্রমণ করলেন৷
কোচবিহার দিনহাটার বিজেপি সাংসদ তথা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে নির্বাচন করা নিয়েও তিনি প্রশ্ন তোলেন৷ অভিষেক উপস্থিত জনতাকে জানান, রাষ্ট্রমন্ত্রী যে মন্ত্রকের তার অধীনে বিএসএফ৷ আর এই বিএসএফই কোচবিহারবাসীর উপর অত্যাচার চালাচ্ছে ৷