You will be redirected to an external website

Abhishek Banerjee: অভিষেকের অস্বস্তি বহাল সুপ্রিম কোর্টে, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল ন

Abhishek-Banerjee:-অভিষেকের-অস্বস্তি-বহাল-সুপ্রিম-কোর্টে,-হাইকোর্টের-নির্দেশে-হস্তক্ষেপ-করল-ন

অভিষেকের অস্বস্তি বহাল সুপ্রিম কোর্টে

নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি কাটল না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ নয়।

একক বেঞ্চ তদন্তে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, একক বেঞ্চ ইডির তদন্তে তদারকি করছে এবং তাঁর মা, বাবাকেও জড়িয়ে ফেলা হচ্ছে। এরপরই বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক।

তবে সেখানে বিচারপতি সৌমেন সেনও একক বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি। শুধু বলেন, ডিসেম্বরেই তদন্ত শেষ করতে হবে। সুপ্রিম কোর্ট জানায়, দুই বেঞ্চের রায় একসঙ্গে করেই কাজ করতে হবে। একইসঙ্গে ইডিকে আইন মেনেই প্রত্যেক পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু গ্রেফতার হওয়ার পর ইডির স্ক্যানারে আসে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম। সেই সূত্রেই ইডি একাধিকবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে তলব করে। তলব করা হয় অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আয়কর-হানা-কংগ্রেস-নেতা-এবং-রাজ্যসভার-সাংসদ-সহ-দু’জনের-বাড়িতে,কোটি-কোটি-টাকা-উদ্ধার!- Read Next

আয়কর হানা কংগ্রেস নেতা এ...