You will be redirected to an external website

Abhishek Banerjee: আলিপুরদুয়ার আসন জিততে কৌশলী বৈঠকে অভিষেক

Abhishek-Banerjee:-আলিপুরদুয়ার-আসন-জিততে-কৌশলী-বৈঠকে-অভিষেক

আলিপুরদুয়ার আসন জিততে কৌশলী বৈঠকে অভিষেক

২০১৯ সালের লোকসভা দিয়ে শুরু। আলিপুরদুয়ার আসনে খারাপ ফল হয় তৃণমূল কংগ্রেসের। সেই রেশ ধরে গেরুয়া শিবির ২০২১ সালে জেলার সব বিধানসভা আসন জিতে নেয় ৷ 

দলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মূল প্রতিদ্বন্দ্বী যিনি, তিনিও চা বাগানের মনোজ টিগ্গা। বিজেপি বিধায়কের জনসংযোগ নিয়ে আশাবাদী বিজেপি। প্রাথমিক স্তরে বর্তমান সাংসদকে টিকিট না দেওয়ায় কিছুটা ক্ষোভের পরিবেশ তৈরি হলেও এই আসন নিয়ে আশাবাদী বিজেপি। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূলের। ওই নির্বাচনে জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। পাশাপাশি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে জেলায় তাদের সাংগঠনিক শক্তি আরও অনেকটা বেড়েছে বলেও দাবি গেরুয়া শিবিরের নেতাদের। এই অবস্থায় আরও একটা  বিধানসভা নির্বাচনের আগে জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অভিষেকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তৃণমূলের জেলা শীর্ষ নেতাদের বড় অংশ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Lok-Sabha-2024:-মোদির-সমর্থনে-২০০-গাড়ি-নিয়ে-বিরাট-মিছিল-আমেরিকায় Read Next

Lok Sabha 2024: মোদির সমর্থনে ২০০ ...