You will be redirected to an external website

বুধবার সমন্বয় কমিটির বৈঠকে নেই অভিষেক, পাশে INDIA

বুধবার-সমন্বয়-কমিটির-বৈঠকে-নেই-অভিষেক,-পাশে-INDIA

বুধবার সমন্বয় কমিটির বৈঠকে নেই অভিষেক

আজ বুধবার ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থাকতে না পারলেও তাঁর পাশেই রয়েছে ইন্ডিয়া। পূর্ব নির্ধারিত সমন্বয় কমিটির বৈঠকের দিনই অভিষেককে তলব করেছে ইডি। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইট করেছিলেন অভিষেক। 

তৃণমূল সূত্রের খবর, অভিষেকের পরিবর্তে বৈঠকে দল কাউকে পাঠাবে না বলেই ঠিক করেছে। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির মতো সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে কমিটির সদস্য ছাড়া অন্য কেউ থাকার পক্ষপাতী নয় তৃণমূল। বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনার রূপরেখা তৈরির উপর জোর দেওয়া হোক বলেই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বিকেল চারটে থেকে বৈঠক শুরু হবে।

সূত্রের খবর, কংগ্রেসের গড়িমসিতে তৃণমূল সন্তুষ্ট নয়। আর কারণেই সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ার মতো যে চারটি কমিটি রয়েছে, সেখানে তৃণমূলের তরফে এখনও কারও নাম পাঠানো হয়নি। যদিও তৃণমূল জানিয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফেরার পরেই অন্যান্য কমিটির সদস্যদের নাম ঠিক করা হবে। টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং আগামিদিনে তাঁর দল ইন্ডিয়া জোটের সদস্য হতে পারে, এমনটাই আভাস মিলেছে তৃণমূল শিবির থেকে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বিভিন্ন-রাজ্যে-স্ক্রাব-টাইফাসের-হানা,-সিমলাতেই-মৃত্যু-৯-জনের Read Next

বিভিন্ন রাজ্যে স্ক্রাব ...