You will be redirected to an external website

রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি অভিষেকের !

রায়কে-চ্যালেঞ্জ-করে-সুপ্রিম-কোর্টের-দ্বারস্থ-হওয়ার-প্রস্তুতি-অভিষেকের-!

শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দোপাধ্যায় ! সংগৃহীত ছবি

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ এড়াতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে আদালত। 

পাশাপাশি বৃহস্পতিবার অভিষেক ও কুন্তলকে ২৫ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন ডায়মন্ড হারবারারে তৃণমূল সাংসদ। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতিও অভিষেক শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। 

বৃহস্পতিবারের এই রায়ে ঘাসফুল শিবিরের অস্বস্তি বেড়েছে। একদিকে ৬০ দিনের 'জনসংযোগ' কর্মসূচি নিয়ে অভিষেক যখন রাজ্যের গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন, তখন এই রায়ে তৃণমূলকর্মীদের মনোবলে আঘাত লাগতে পারে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। সেই কারণে রায়দানের পরই তড়িঘড়ি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সাংসদ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘দ্য-কেরালা-স্টোরি’-বাংলায়-দেখানো-যাবে!-নিষেধাজ্ঞায়-স্থগিতাদেশ,-ধাক্কা-খেল-রাজ্য-সরকার Read Next

‘দ্য কেরালা স্টোরি’ বাং...