You will be redirected to an external website

প্রায়শ্চিত্ত করেই পদ পাবেন তৃণমূলে , মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের !

বিক্ষুব্ধ নির্দলদের বার্তা অভিষেকের ! সংগৃহীত ছবি

বীরভূমের নানুরে এ দিন তৃণমূলের বুথ কর্মীদের নিয়ে অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান ,  '২০২১ সালে অনেকে ছেড়ে চলে গিয়েছিলেন তৃণমূলের দরজা চিরকাল ওই নেতাদের জন্য বন্ধ থাকবে । কোনও ভাবে যদি এঁরা দলেও ফেরেন, তা হলেও তাঁদের কোনও পদ দেওয়া হবে না বলে বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন অভিষেক ।

একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা দেখালেই দলের বিক্ষুব্ধরা নির্দল হয়ে দাঁড়িয়ে ভোটে জেতার পরেও তৃণমূলে ফিরে আসতে পারেন বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যথা তৃণমূলের দরজা চিরকাল এই নেতাদের জন্য বন্ধ থাকবে বলে ফের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোনও ভাবে যদি এঁরা দলেও ফেরেন, তা হলেও তাঁদের কোনও পদ দেওয়া হবে না বলে বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন অভিষেক। 

অভিষেকের আগাম বার্তা, 'আপনি নির্দল হয়ে দাঁড়িয়ে জিততেই পারেন, আপনার প্রতি শুভেচ্ছা রইল। কিন্তু যে আম-জাম প্রতীকে জয়ী হয়েছেন, সেই প্রতীক আপনাকে বইতে হবেতৃণমূল হল কচুরিপানার মতো, একটু হাওয়া দিলেই এদিক সেদিক, কটাক্ষ দিলীপ ঘোষের। এখন তৃণমূল কংগ্রেস করলেই লোকে চোর চোর বলছেন। যতবড় দাদা-নেতাকে ধরার ধরুন, যতদিন আমি আছি, ততদিন আমি আপনাদের দলে ঢুকতে দেব না। বিক্ষুব্ধ নির্দলদের বার্তা  অভিষেকের । ২০২১-এ যাঁরা দল ছেড়ে গিয়ে আবার ফিরে এসেছেন, তাঁরা কিন্তু এখনও প্রায়শ্চিত্ত করছেন। কেউ এসে রাতারাতি পদ পায়নি। মন্তব্য তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

১৭ দিনের এই যাত্রায় জনসভা ও বুথ কর্মীদের নিয়ে অধিবেশন মিলিয়ে ৫০ এর বেশি সভা করেছেন অভিষেক। এ ছাড়া একশো দিনের কাজে টাকার দাবিতে সারা রাজ্য ১ কোটি চিঠি সংগ্রহ করছে তৃণমূল । যতবড় দাদা-নেতাকে ধরার ধরুন, যতদিন আমি আছি, ততদিন আমি আপনাদের দলে ঢুকতে দেব না। বিক্ষুব্ধ নির্দলদের বার্তা  অভিষেকের । ২০২১-এ যাঁরা দল ছেড়ে গিয়ে আবার ফিরে এসেছেন, তাঁরা কিন্তু এখনও প্রায়শ্চিত্ত করছেন

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

দুর্নীতি-কান্ডে-এবার-গ্রেফতার--হলো-ইসিএল-কর্তা-! Read Next

দুর্নীতি কান্ডে এবার গ্...