You will be redirected to an external website

Mamata Banerjee: নীতীশের ডাকা বিরোধী বৈঠকে মমতার সঙ্গী হবেন অভিষেক

বিরোধী বৈঠকে মমতার সঙ্গী হবেন অভিষেক

বুধবার জানা গেল, ওই বৈঠকে তাঁর সঙ্গী হবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে এই বৈঠক হতে যাচ্ছে আগামী শুক্রবার।

গত ২৪ এপ্রিল আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে সঙ্গে নিয়ে নবান্নে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নীতীশ। সে সময় প্রয়াত জয়প্রকাশ নারায়ণের কথা উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেছিলেন, “নীতীশজিকে অনুরোধ করছি, আপনি পটনায় একটা বির‌োধী বৈঠক ডাকুন।” ১৯৭৭ সালের লোকসভা ভোটের আগে জয়প্রকাশের উদ্যোগে বিহার থেকেই কংগ্রেস বিরোধী জোট গড়ে তোলার উদ্যোগের সূচনা হয়েছিল।

উল্লেখ্য তৃণমূল কংগ্রেস নেত্রীর সুপারিশ মেনেই দিল্লির বদলে বিহারে বৈঠকের আয়োজন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । ১৯৭৭ সালের লোকসভা ভোটের আগে জয়প্রকাশের উদ্যোগে বিহার থেকেই কংগ্রেস বিরোধী জোট গড়ে তোলার উদ্যোগের সূচনা হয়েছিল।এদিকে আসন্ন পটনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকেরও যোগদানের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ। তাঁরা মনে করছেন,তৃণমূল কংগ্রেস নেত্রীর এই সিদ্ধান্তে ২০২৪-এর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী সমীকরণে তৃণমূলের মুখ হিসাবে অভিষেকের প্রতিষ্ঠা নিশ্চিত হল।পাশাপাশি, জাতীয় স্তরে বিজেপি বিরোধী দলগুলির সমঝোতাকে যে তৃণমূল কংগ্রেস নেত্রী যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী করে সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।ঘটনাচক্রে, পটনার বৈঠকের আগেই তৃণমূল কংগ্রেস,আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-র মতো দলগুলির সঙ্গে কংগ্রেসের টানাপড়েন তৈরি হয়েছে।অন্য দিকে, জাতীয় স্তরে বিজেপির মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব সমর্থনের ইঙ্গিত দিয়েছেন এসপি সভাপতি অখিলেশ যাদব, আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rain-Alert:-আজ-ও-কাল,-শুক্রবার-দক্ষিণবঙ্গ-জুড়েই-বিক্ষিপ্তভাবে-ভারী-বৃষ্টির-পূর্বাভাস Read Next

Rain Alert: আজ ও কাল, শুক্রবার দক...