You will be redirected to an external website

Abhishek Banerjee:পাখির চোখ পঞ্চায়েত ভোট,কোর টিমকে ভোকাল টনিক দিকে ভার্চুয়ালি বসছেন অভিষেক

Abhishek-Banerjee:পাখির-চোখ-পঞ্চায়েত-ভোট,কোর-টিমকে-ভোকাল-টনিক-দিকে-ভার্চুয়ালি-বসছেন-অভিষেক

জেলা নেতৃত্ব-বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক

পাখির চোখ পঞ্চায়েত ভোট। তার আগেই সংগঠনের ওপর নজর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা নেতৃত্ব-বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। সোমবারই দুপুর তিনটে নাগাদ বৈঠক করার কথা রয়েছে অভিষেকের। বিভিন্ন জেলার জেলা নেতৃত্ব এই বৈঠকে থাকবেন। তবে এক্ষেত্রে সমস্ত জেলা সভাপতি কিংবা বিধায়করা থাকবেন না বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মূলত যাঁরা গুরুত্বপূর্ণ বিধায়ক, জেলায় সক্রিয় সভাপতিরাই এই বৈঠকে থাকবেন। পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় যে কোর টিম বিশেষ ভূমিকা পালন করবে, তাঁদেরই একটি তালিকা তৈরি করা হয়েছে। সুব্রত বক্সি থাকছেন এই বৈঠকে। তবে আর কে কে এই বৈঠকে থাকছেন, তার পূর্ণাঙ্গ তালিকা জানা সম্ভব হয়নি। আসলে সাম্প্রতিক পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে শাসকদল। সেক্ষেত্রে জেলাওয়াড়ি বৈঠকও শুরু করেছেন নেতৃত্ব।

জেলা ধরে ধরে বৈঠক তো রয়েইছে, পাশাপাশি জেলার কোর টিম, যাকে অন্তত ভরসা করা যায়, সেরকমই মুখ বেছে বিশেষ দায়িত্ব দিতে চাইছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘দুর্নীতি’ নামক শব্দটি যেভাবে দলতে বিদ্ধ করেছে, যেভাবে দলের একেবারে স্থানীয় স্তরের মুখ থেকে শুরু করে নেতামন্ত্রীরা জড়িয়েছেন, তাতে প্রথমটায় বেশ ধাক্কা খেয়েছিল তৃণমূল। দলীয় কর্মীদের মনোবল চাঙা করতে এবার ময়দানে শীর্ষ নেতৃত্বই। দুর্নীতি যে হয়নি, তা একবারও বলছেন না তাঁরা। বরং বলছেন, দুর্নীতি হয়েছে, পূর্বতন জমানাতেও হয়েছে, তবে তৃণমূলই এমন একটা দল, যাঁরা অভিযুক্তদের শাস্তি দিয়েছে। সে প্রাক্তন শিক্ষামন্ত্রী, একসময়ের দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ই হোন না কেন! তৃণমূল ‘শাস্তি’ দিতে পারে! অভিষেকের শেখানো বুলিতে পঞ্চায়েতের আগে, এটাই মানুষকে বোঝাচ্ছে তৃণমূল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ফ্রান্সের-আল্পস-পর্বতমালায়-তুষরাধসে-আরও-৯-জন-আহত-হয়েছে-বলে-জানিয়েছেন-দেশটির-স্বরাষ্ট্রমন্ত্রী। Read Next

ফ্রান্সের আল্পস পর্বতমা...