You will be redirected to an external website

Abhishek Banerjee: সোমবার মমতার সংহতি মিছিলে হাঁটবেন অভিষেক?

Abhishek-Banerjee:-সোমবার-মমতার-সংহতি-মিছিলে-হাঁটবেন-অভিষেক?

সোমবার মমতার সংহতি মিছিলে হাঁটবেন অভিষেক?

রামমন্দির উদ্বোধনের দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত ‘সংহতি মিছিল’ করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মিছিলে কি হাঁটবেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়? শাসকদলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে ‘শৈত্য’ নিয়ে যখন আলোচনা চলছে, তখন সোমবার অভিষেক কী করবেন, তা নিয়েও তৃণমূলের অন্দরে জল্পনা তৈরি হয়েছে।

শনিবার বিকাল পর্যন্ত অভিষেকের থাকা না থাকার বিষয়ে তৃণমূলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বরং অভিষেক ঘনিষ্ঠেরা বলছেন, মিছিলের যে প্রচার করা হচ্ছে, তাতে কেবল মমতার নামই রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় সংহতি মিছিলের যে হোর্ডিং পড়েছে, তাতেও রয়েছে কেবল নেত্রীর ছবি এবং নাম। অভিষেকের নাম বা ছবি তাতে নেই। এ থেকেই অনেকের ধারণা, অভিষেক সোমবারের মিছিলে না-ও থাকতে পারেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই দিন তাঁর অন্য কোনও কর্মসূচির কথাও অবশ্য জানা যায়নি।

অভিষেক সাধারণত কোনও ‘সরকারি কর্মসূচি’তে থাকেন না। কিন্তু দলীয় কর্মসূচিতে তিনি থাকেন। কারণ, সংগঠনে তাঁর স্থান তৃণমূলের চেয়ারপার্সন মমতার ঠিক পরেই। অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘটনাচক্রে, সোমবারের মিছিল কোনও ‘সরকারি’ কর্মসূচি নয়। সেটি ‘রাজনৈতিক কর্মসূচি’। ফলে এমনিতে সেটিতে থাকতে অভিষেকের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু একইসঙ্গে মমতা ওই মিছিলকে রাজনীতির ঊর্ধ্বে নিয়ে যেতে চাইছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Ram-Mandir:-জেএনইউতে-লাইভ-দেখানো-হবে-রামলালার-‘প্রাণপ্রতিষ্ঠা’ Read Next

Ram Mandir: জেএনইউতে লাইভ দেখান...