মাঝরাস্তায় অভিষেকের কনভয়
রাজনৈতিক কর্মসূচীতে বেরিয়ে প্রাকৃতিক দূর্যোগের মধ্যে অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়। এদিন ভাতারে রোড শো করছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। রোড শো শুরু হতেই আকাশ মেঘলা হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ব্যাপক ঝড় শুরু হয়ে যায়। যদিও ঝড়ের মধ্যেই প্রায় দুই কিলোমিটারের রোড শো শেষ করেন অভিষেক।
তার পরে মঙ্গলকোটের উদ্দেশ্য রওনা দেন তিনি। আর তখনই বিপত্তি। রাস্তায় আটকে যায় তাঁর কনভয়। প্রবল বৃষ্টি-র সঙ্গে ঝড় শুরু হয়ে যায়। পরিস্থিতি এমনই যে অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয় থামিয়ে দেওয়া হয়। রাস্তায় দেখা যায় তার ছিঁড়ে পড়ে আছে। অবস্থা এমনই গাড়ি না এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঝড়ের মধ্যে মিছিলে অবশ্য বহু তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন। এদিনও ওই অবস্থার মধ্যেই অভিষেক বন্দোপাধ্যায় নিজে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগ শোনেন।
দলীয় বৈঠকে তিনি বলেন, “পূর্ব বর্ধমানে বিধানসভা ভোটে ভাল ফল হলেও, একাধিক ব্লকে মনোমালিন্য রয়েছে। এই মনোমালিন্য মেটাতে বলা হয়েছে আগামী এক মাসে।মেমারি, রায়না, জামালপুর নিয়ে বেশ কয়েকটি অভিযোগ এসেছে। সেখানে কেন যোগাযোগ নেই, তা নিয়ে কথা বলেছেন। পদ আঁকড়ে বসে থাকা নয়। গ্রামে যান, কথা বলুন। সাহায্য করুন।