You will be redirected to an external website

প্রবল ঝড়বৃষ্টিতে বাঁকুড়ার সিমলাপালে বাতিল করতে হল অভিষেকের সভা

প্রবল-ঝড়বৃষ্টিতে-বাঁকুড়ার-সিমলাপালে-বাতিল-করতে-হল-অভিষেকের-সভা

বাঁকুড়ার সিমলাপালে বাতিল করতে হল অভিষেকের সভা

মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ‘নবজোয়ার কর্মসূচি’তে জঙ্গলমহলের সিমলাপালের নদীঘাটে সভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু তার কিছু আগেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। যার জেরে দলীয় কর্মী-সমর্থকদের ছোটাছুটি লেগে যায় সভাস্থলে। এর পরেই সভা বাতিলের ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল সূত্রে খবর, শুধু ঝড়বৃষ্টিই নয়, বাজও পড়তে থাকে। যে কারণে সভায় আসা তৃণমূল কর্মীরা নিরাপদ জায়গার খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেন। তখনও অবশ্য অভিষেক সভাস্থলে এসে পৌঁছননি। এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকে ঘোষণা করেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে অভিষেক সভা করবেন না। কর্মী-সমর্থকদের ঝড় থামার পর পাশের রাস্তায় যেতে বলা হয়। জানানো হয়, অভিষেক সেখানে রোড শো করবেন।

সম্প্রতি বাঁকুড়ায় তৃণমূলের সভায় বাজ পড়ে এক কর্মীর মৃত্যু হয়। আহতও হন অনেকে। সোমবার নবজোয়ার কর্মসূচিতে সেই মৃত এবং আহত দলীয় কর্মীদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন অভিষেক। তাঁদের সঙ্গে ঘণ্টাখানেক কথাও বলেন। গত শুক্রবার বাঁকুড়ার পাত্রসায়রে অভিষেকের সভার আগেও প্রবল ঝড়বৃষ্টি হয়। এর পরেই সিবিআইয়ের তলব পেয়ে নবজোয়ার কর্মসূচি কাটছাঁট করে কলকাতায় ফিরে আসতে হয় তৃণমূল নেতাকে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সকাল-থেকেই-মুখ-ভার-আকাশের,-আজ-সারাদিনই-বৃষ্টির-পূর্বাভাস-হাওয়া-অফিসের Read Next

সকাল থেকেই মুখ ভার আকাশে...