বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি চলবে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।
মঙ্গলবারও বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। কোথাও কোথাও বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।
সোমবার সারা দিন কলকাতায় মেঘলা আকাশ, বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, ঝড়বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এ ছাড়া, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। আরও একটি অক্ষরেখা অবস্থান করছে বিহার থেকে কর্ণাটক পর্যন্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে বুধবার। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং হরিয়ানার উপরে। সব মিলিয়ে রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।