You will be redirected to an external website

Saayoni Ghosh: ফের ইডির তলব,তৃণমূলের ভোটপ্রচারে নেই অভিনেত্রী সায়নী

Saayoni-Ghosh:-ফের-ইডির-তলব,তৃণমূলের-ভোটপ্রচারে-নেই-অভিনেত্রী-সায়নী

তৃণমূলের ভোটপ্রচারে নেই অভিনেত্রী সায়নী

রবিবার তৃণমূলের তরফে ভোট প্রচারকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই এই অভিনেত্রীর। শুক্রবার অনেক রাত পর্যন্ত জেরার পর বেরিয়ে সায়নী জানিয়েছিলেন, তদন্ত সব রকম সহযোগিতা করবেন তিনি. যত বার ডাকা হবে, তদন্তের স্বার্থে তত বারই আসবেন তিনি। এর পর শনিবার তৃণমূলের প্রচারকদের যে তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে নাম ছিল না সায়নীর। আর রবিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তাই পঞ্চায়েত ভোটের প্রচারে আর সায়নীকে দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ, ৮ জুলাই পঞ্চায়েত ভোট হলে সে ক্ষেত্রে প্রচার শেষ হবে ৬ এপ্রিল। আর সায়নীকে ৫ জুলাই ফের ইডি জেরার জন্য তলব করেছে। এমন পরিস্থিতিতে সায়নী আর ভোটের প্রচারে নামতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে তৃণমূলের অন্দরেই।

সায়নী বলেছিলেন, ‘‘আমি যুব সভানেত্রী। আমি প্রচারে যাব না? আমি শিডিউলটা করছি। প্রচার মানে তো অনেকটা দূরত্বেরও বিষয়। এটা তো কলকাতার ভোট না। সবটাই দেখা হচ্ছে। তবে অবশ্যই প্রচারে যাব। দু’এক দিনের মধ্যেই যাব। অনেক কর্মসূচি আছে। একটা রোড শো-এ প্রচুর মানুষ আসেন। ফলে আয়োজন করতে সময় লাগে। সবাই ফোন করছে, ডাকছে সারা ক্ষণ। আমি ২৪ ঘণ্টার মধ্যে চেষ্টা করছি।’’ প্রচার তালিকায় তাঁকে আর রাখা হবে কি না, সেই সংক্রান্ত জল্পনা শনিবার উড়িয়ে দেন সায়নী। তিনি বলেন, ‘‘দল আমার পাশেই আছে। আমি প্রচারেও যাব। মমতাদি আমার ফোনের ওয়ালপেপারে নেই, মনের ওয়ালপেপারে আছেন।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ভাল-কাজ-না-করলে-তিন-মাসেই-বদল-করা-হবে-পঞ্চায়েত-প্রধান,-হুঁশিয়ারি-অভিষেকের Read Next

ভাল কাজ না করলে তিন মাসেই...