You will be redirected to an external website

Adhir Ranjan Chowdhury: অনির্দিষ্টকালের জন্য লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী

Adhir-Ranjan-Chowdhury:-অনির্দিষ্টকালের-জন্য-লোকসভা-থেকে-সাসপেন্ড-অধীর-চৌধুরী

লোকসভা থেকে সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী

লোকসভা থেকে সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী। অনির্দিষ্টকালের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, অসংসদীয় কাজের জন্য অধীর চৌধুরীর বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে। যতদিন না কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নিচ্ছে ততদিন পর্যন্ত লোকসভা থেকে সাসপেন্ড থাকবেন অধীর। 

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর অভিযোগ, নিয়মিত বিভিন্ন ইস্যুতে হাউসে ডিস্টার্ব করেন অধীর চৌধুরী। তথ্য ছাড়াই বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। এমন কিছু কথা বলেন যার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু তার জন্য কখনও ক্ষমা পর্যন্ত চান না। এরপরই প্রহ্লাদ যোশী স্পিকারের কাছে অধীর চৌধুরীকে সাসপেন্ড করার জন্য আবেদন করেন। জানান, অধীর চৌধুরীর এই ধরনের স্বভাবসিদ্ধ অসংসদীয় কাজের বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানো হোক। কমিটি যতদিন না তদন্ত করে রিপোর্ট দিচ্ছে ততদিন পর্যন্ত সাসপেন্ড থাকুন অধীর চৌধুরী।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অধীরের-সাসপেনশন-নিয়ে-কংগ্রেস-সংসদীয়-দলের-বৈঠক-ডাকলেন-সনিয়া Read Next

অধীরের সাসপেনশন নিয়ে কং...