বিপর্যয় থেকে যেন নিষ্কৃতি নেই আফগানিস্তানের
বিপর্যয় থেকে যেন নিষ্কৃতি নেই আফগানিস্তানের। রবিবার (১৫ অক্টোবর), ফের আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত কেঁপে উঠল ৬.৩ মাত্রার বড় মাপের ভূমিকম্পে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎস ছিল হেরাতের প্রাদেশিক রাজধানী শহর থেকে ৩৩ কিলোমিটার দূরের এক জায়গায়, মাটি থেকে আট কিলোমিটার নীচে। ২০ মিনিট পরই আবার একটি ৫.৪ মাত্রার আফটারশক ওই একই এলাকায় আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি। এখনও পর্যন্ত সরকারিভাবে এদিনের ভূমিকম্পে হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর দেওয়া হয়নি।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই, ৭ অক্টোবর, হেরাতের একই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেই ক্ষেত্রেও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ওই কম্পনের পর আরও আটটি জোরালো আফটারশক হয়েছিল। একের পর এক গ্রাম প্রায় মাটিতে মিশে গিয়েছিল। প্রায় ২,০০০ মানুষের মৃত্যু হয়। আরও শতাধিক মানুষ আহত হয়েছিলেন। ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, ভূমিকম্পে নিহতদের ৯০ শতাংশের বেশি ছিলেন মহিলা ও শিশু। ইউনিসেফের এক কর্তা বলেছেন, “মহিলা এবং শিশুরা অধিকাংশ সময়ই বাড়িতে থাকে। পরিবার এবং শিশুদের দেখাশোনা করেন মহিলারাই। তাই ঘরবাড়ি ভেঙে পড়ার সময় তাঁদের মৃত্যুর ঝুঁকিই সবথেকে বেশি থাকে।”