You will be redirected to an external website

রাত পোহালেই টেট, যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে শেষবেলার প্রস্তুতি

রাত-পোহালেই-টেট,-যুদ্ধকালীন-পরিস্থিতিতে-চলছে-শেষবেলার-প্রস্তুতি

১ বছরের মাথায় ফের টেট নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

১ বছরের মাথায় ফের টেট নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট দিয়েও কি আদৌ মিলবে চাকরি? মনে প্রশ্ন নিয়েই ফের পরীক্ষাকেন্দ্রমুখি চাকরিপ্রার্থীরা। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখল পর্ষদ। লোকসভার আগে টেট সার্কাস, বিঁধছে বিরোধীরা। এদিকে রাত পোহালেই পরীক্ষা। জোরদার তৎপরতা শিলিগুড়িতে। পাঁচ কেন্দ্রে পরীক্ষা দেবেন ২৬০০ পরীক্ষার্থী। 

২০১৭ সালের পর ২০২২ এ টেট হলেও এখনও টেট পাশদের নিয়োগের নোটিফিকেশন জারি হয়নি। আদৌ তাঁরা চাকরি পাবেন কি না সেটাই এখনও অনিশ্চিতার জালে। এরই মাঝে ফের টেট। কালিম্পং জেলার ৩৩৬ জন পরীক্ষার্থী এবার টেটে বসবেন। তাঁদের পরীক্ষা হবে শিলিগুড়ি নেতাজি হাইস্কুলে। এছাড়া শিলিগুড়ি বয়েজ, মহিলা কলেজ ও তরাই স্কুল এবং বিবেকানন্দ স্কুলে পরীক্ষা দেবেন বাকি পরীক্ষার্থীরা। সব মিলিয়ে দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ির ২৬০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। গোটা রাজ্যে পরীক্ষা দেবেন কয়েক লাখ চাকরিপ্রার্থী।

সূত্রের খবর, সুষ্ঠুভাবে পরীক্ষাপর্ব সম্পাদন করতে প্রতিটি ভেন্যুতে কড়া নজরদারি রাখা হচ্ছে। কড়া নির্দেশ, পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষের সময় পর্যন্ত শহরে মিছিল ইত্যাদি করা যাবে না। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। বেলা বারোটা থেকে আড়াইটা অবধি পরীক্ষা হবে। ভেন্যুগুলিতে গেট খুলে দেওয়া হবে সকাল সাড়ে ন’টায়। এগারোটা অবধি পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মধ্যবিত্তের-রান্নাঘরে-স্বস্তি-বজায়-রাখল-কেন্দ্রীয়-সরকার,১৫-মাস-বাড়বে-না-রান্নার-তেলের-দাম Read Next

মধ্যবিত্তের রান্নাঘরে স...