২১ দিন পর জলের তলা থেকে উদ্ধার ব্যালট বাক্স!
কখনও ব্যালট বাক্সের ভিতরে জল ঢেলে দেওয়া, আবার কখনও ব্যালট বক্স নিয়ে দে দৌড়! পঞ্চায়েত ভোটে নানা ছবি দেখেছে বঙ্গবাসী। ভোট মিটলেও ভোটের রেশ এখনও কাটেনি। এর মাঝেই ভোটের প্রায় ২১ দিন পর পুকুর থেকে উদ্ধার হল একাধিক ব্যালট বাক্স। পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যালট বাক্সে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। যার জেরে পুনর্নির্বাচন হয়েছিল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের রামপুরাতে।
তবে সেই সময় পুকুরে তল্লাশি চালিয়ে ব্যালট বাক্স উদ্ধার করতে পারেনি প্রশাসন। মোহনপুরে রামপুরা এলাকার এই ঘটনার ২১ দিন পর উদ্ধার হল ব্যালট বাক্স। পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্যালট বাক্সগুলি। প্রসঙ্গত গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়েছিল রামপুরা এলাকায়। দু’টি বুথে ছাপ্পার অভিযোগ উঠেছিল। পুলিশ গিয়ে বিবাদ থামাতে পারেনি। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ইট।
বিজেপি-র পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌরীশংকর অধিকারী বলেন, ‘‘পুলিশ প্রশাসন থেকেও যেখানে সাধারণ মানুষের প্রতিরোধে ভোট লুট বাধাপ্রাপ্ত হয়েছে, সেখানে সাধারণ মানুষের নামে মামলা করেছে পুলিশ।’’ যদিও এদিন ব্যালট বাক্স উদ্ধার নিয়ে প্রশাসনও কোন মন্তব্য করেনি। পুলিশ ও মুখ খুলতে নারাজ। তবে তৃণমূলের এক নেতৃত্ব বলেন, ‘‘নির্বাচনের দিন বিজেপির লোকজন যে ব্যালট বাক্স জলে ফেলে দিয়েছিল সেগুলি উদ্ধার করেছে পুলিশ।’’