৪৪ বছর পর আবার এপ্রিল মাসে রেকর্ড করল কলকাতার তাপমাত্রা
৪৪ বছর পর আবার এপ্রিল মাসে রেকর্ড করল কলকাতার তাপমাত্রা৷ ১৯৮০ সালের ২৫ এপ্রিল, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। আজ বেলা আড়াইটের সময় ফের কলকাতার তাপমাত্রা এপ্রিল মাসে ৪১.৭ ডিগ্রিতে পৌঁছয়৷এখনও পর্যন্ত এটিই এপ্রিল মাসে কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা৷ ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যে নজির আজও অটুট রয়েছে৷
আবহাওয়া দফতর অবশ্য আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কোনও স্বস্তির খবর শোনাতে পারেনি৷ হাওয়া অফিসের খবর অনুযায়ী, বৃষ্টির জন্য এখনও বেশ কয়েকদিনের অপেক্ষা৷আবহবিদরা জানাচ্ছেন, আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে আগামী সোম ও মঙ্গলবার।
আবহ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাগর থেকে জলীয় বাষ্প পূর্ণ বাতাস বায়ুমণ্ডলে ঢুকবে। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টির পূর্বাভাস। কবে কোথায় কেমন বৃষ্টি, তা জানিয়ে দেবে আলিপুর আবহাওয়া দফতর।কলকাতায় বৃষ্টির পূর্বভাসের কথা জানানো না হলেও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসে আগামী সপ্তাহের শুরুতে খানিক স্বস্তির আশা করতে পারেন কলকাতার বাসিন্দারাও৷