You will be redirected to an external website

Weather News:টানা বৃষ্টির পর অবশেষে দেখা মিলল রোদের, তবে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে!

Weather-News:টানা-বৃষ্টির-পর-অবশেষে-দেখা-মিলল-রোদের,-তবে-আজও-হালকা-বৃষ্টির-সম্ভাবনা-রয়েছে!

টানা বৃষ্টির পর অবশেষে দেখা মিলল রোদের

হাওয়া অফিস সূত্রে খবর, আবহাওয়া পরিবর্তন হওয়ায় বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। বৃহস্পতি ও শুক্রবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। ফের শনিবার থেকে বদলাবে আবহাওয়া। আবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তবে বুধবারও দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। বুধবারের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি।

জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামিকাল থেকে উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি শুরু হবে। হালকা মাঝারি ও বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লিঃসহ উত্তরপ্রদেশের একাংশে। শুক্রবার এই বৃষ্টি আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। শুক্রবার শিলাবৃষ্টির সম্ভাবনা হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Ladies-washroom:পুরসভার-বস্তি-বিভাগ-প্রতিটি-ওয়ার্ডে-মহিলাদের-জন্য-বিশেষ-শৌচাগার Read Next

Ladies washroom:পুরসভার বস্তি বিভ...