You will be redirected to an external website

Kolkata Metro: প্রায় পাঁচ ঘণ্টা পর দক্ষিণেশ্বর পর্যন্ত চালু হল মেট্রো

Kolkata-Metro:-প্রায়-পাঁচ-ঘণ্টা-পর-দক্ষিণেশ্বর-পর্যন্ত-চালু-হল-মেট্রো

প্রায় পাঁচ ঘণ্টা পর দক্ষিণেশ্বর পর্যন্ত চালু হল মেট্রো

প্রায় পাঁচ ঘণ্টা পর দমদম থেকে দক্ষিণেশ্বর লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হল। বিকেল ৫টা ২২ মিনিটে দমদম থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চালু করা গিয়েছিল। ৭টা ১১ মিনিটে চালু হয়েছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা। দীর্ঘ ক্ষণ ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল। এই মুহূর্তে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া এবং বরাহনগর স্টেশনের মাঝে আপ লাইনে যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন নিত্যযাত্রীরা।

মেট্রোরেলের তরফে জানানো হয়, দুপুর ২টো ৫ মিনিট নাগাদ নোয়াপাড়া এবং বরাহনগর স্টেশনের মাঝে আপের তৃতীয় লাইনে যান্ত্রিক গোলযোগ চোখে পড়েছে। দুপুর ২টো ১৮ মিনিট নাগাদ পাওয়ার ব্লক (বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন) করে কোথায় গোলযোগ, তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সমস্যা মেরামতের পর ফের চালু করা হবে মেট্রো পরিষেবা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন, যত দ্রুত সম্ভব মেট্রো চালানোর চেষ্টা করা হচ্ছে। অন্তত যাতে নোয়াপাড়া পর্যন্ত চালানো যায় মেট্রো।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-কেন্দ্রকে-তোপ-দেগেই-দিল্লি-রওনা-হলেন-মমতা Read Next

Mamata Banerjee: কেন্দ্রকে তোপ দেগ...