You will be redirected to an external website

Raghav Chadha: রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়ে টুইটারে বায়ো বদল আপ নেতা রাঘব চড্ডার

Raghav-Chadha:-রাজ্যসভা-থেকে-সাসপেন্ড-হয়ে-টুইটারে-বায়ো-বদল-আপ-নেতা--রাঘব-চড্ডার

সাসপেন্ড হয়ে টুইটারে বায়ো বদল আপ নেতা

রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের টুইটার বায়ো বদলে ফেললেন আপ নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা। এত দিন তাঁর পরিচয় হিসাবে টুইটারে শোভা পেত, ‘মেম্বার অফ পার্লামেন্ট’। তবে ভারতের সংসদের সদস্য, এই পরিচয়কে মুছে ফেলে নিজের টুইটার বায়োতে ‘সাসপেন্ডেড সদস্য’ লিখলেন চাড্ডা। 

গত ২৪ মার্চ সাংসদ পদ খারিজ হওয়ার পরে এই ‘বায়ো’ বদলে ফেলেন রাহুল। ‘অযোগ্য সাংসদ’ পরিচয়ের আগে সেখানে স্থান পেয়েছিল ‘কংগ্রেস নেতা’ হিসাবে তাঁর পরিচিতির দিকটি। সোমবার সাংসদ পদ ফিরে পাওয়ার পর অবশ্য রাহুলের টুইটার বায়ো আবার বদলান তিনি। সেখানে লেখা হয় ‘মেম্বার অফ পার্লামেন্ট’। অর্থাৎ, সংসদের সদস্য।

গত মার্চ মাসে রাহুল যখন টুইটারের বায়ো বদলে ফেলেন, তখন সেখানে লেখা ছিল, “এটি রাহুল গান্ধীর অফিশিয়াল অ্যাকাউন্ট। তিনি জাতীয় কংগ্রেসের সদস্য।” এর পরেই নতুন শব্দবন্ধ জোড়ে অ্যাকাউন্টে। লেখা হয়, ‘ডিস্‌’কোয়ালিফায়েড এমপি’ (অযোগ্য সাংসদ)। আভিধানিক বানান ‘ডিস্‌কোয়ালিফায়েড’-এর বদলে রাহুল ডিস্‌’কোয়ালিফায়েড কেন লিখেছিলেন, তার ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি। মনে করা হয়, নিজের সাংসদ পদ খারিজ নিয়ে বিদ্রুপ করতে সচেতন ভাবেই ওই বানান লেখেন রাহুল। গত চার মাস ধরে ওই ‘বায়ো’ই জ্বলজ্বল করেছে তাঁর টুইটার হ্যান্ডলে। মনে করা হচ্ছে, সেই বিদ্রুপের কৌশল থেকে নিজের সাসপেন্ড হওয়ার বিষয়টিকে সামনে রাখতে চাইলেন রাঘব। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-কলকাতায়-বাড়বে-বৃষ্টি!-বাতাসে-জলীয়-বাষ্প-থাকায়-আর্দ্রতাজনিত-অস্বস্তি-বাড়বে Read Next

Weather: কলকাতায় বাড়বে বৃষ্ট...