You will be redirected to an external website

ছয় বছর পর রঞ্জি খেলতে নেমে অর্ধশতরান হাতছাড়া শ্রেয়সের

ছয়-বছর-পর-রঞ্জি-খেলতে-নেমে-অর্ধশতরান-হাতছাড়া-শ্রেয়সের

ছয় বছর পর রঞ্জি খেলতে নেমে অর্ধশতরান হাতছাড়া শ্রেয়সের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে রান পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের আগে রঞ্জি ট্রফিতে নেমে পড়েছেন শ্রেয়স আসার। তিনি যাঁর জায়গায় ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন, সেই অজিঙ্ক রাহানের নেতৃত্বেই মুম্বইয়ের হয়ে খেলছেন কেকেআর অধিনায়ক।

ভারতীয় টেস্ট দলে ফেরার আশা এখনও ছাড়েননি রাহানে। ব্যাট হাতে লড়াই করছেন। জায়গা নিশ্চিত করার জন্য লড়াই করছেন শ্রেয়সও। তবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে নজর কাড়তে পারলেন না কেউই। চোটের জন্য বিহারের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি রাহানে। দ্বিতীয় ম্যাচেও রান পেলেন না। তিন নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হলেন রাহানে। বড় রান পেলেন না শ্রেয়সও। তবে তিনি আগ্রাসী ব্যাটিং করলেন। কেকেআর অধিনায়কের ব্যাট থেকে এল ৪৮ বলে ৪৮ রানের ইনিংস। সাতটি চার মারলেন শ্রেয়স। উল্লেখ্য, ২০১৮ সালের পর এ দিন প্রথম মুম্বইয়ের হয়ে রঞ্জি ম্যাচ খেললেন শ্রেয়স। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান ওপেনার ভূপেন লালওয়ানির ৬১। এ ছাড়া অন্য ওপেনার জয় বিস্তা ৩৯, সুবেদ পারকর ৪১ রান করেন। প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান ৬ উইকেটে ২৮১।

অন্য দিকে, প্রথম দিন রঞ্চির দু’টি ম্যাচের খেলা হতেই পারল না। তীব্র কুয়াশার জন্য জম্মু-কাশ্মীর এবং দিল্লির ম্যাচে সারা দিনে খেলা হল ১ ওভার। শুক্রবার সারা দিন ঘন কুয়াশায় ঢাকা ছিল জম্মু। দুপুরের দিকে খেলা শুরুর চেষ্টা হলেও কুয়াশায় বল প্রায় দেখাই যাচ্ছিল না। তাই খেলা থামিয়ে দেন আম্পায়ারেরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘ইন্ডিয়া’র-ভার্চুয়াল-বৈঠক-শনিবার!-আলোচনা-আসন-সমঝোতা-নিয়ে Read Next

‘ইন্ডিয়া’র ভার্চুয়াল বৈ...