You will be redirected to an external website

P-20 Summit: জি-২০-র পর এবার নয়া দিল্লিতে বসতে চলেছে পি-২০ সামিট

P-20-Summit:-জি-২০-র-পর-এবার-নয়া-দিল্লিতে-বসতে-চলেছে-পি-২০-সামিট

জি-২০-র পর এবার নয়া দিল্লিতে বসতে চলেছে পি-২০ সামিট

জি-২০ শীর্ষ সম্মেলনের পর ফের নয়া দিল্লিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতাদের সমাবেশ বসতে চলেছে। G-20 সামিটের পর এবার বসতে চলেছে P-20 সামিট। যার সম্পূর্ণ নাম, ‘পার্লামেন্ট-২০ সামিট’ (Parliament-20 summit)। মূলত, জি-২০-ভুক্ত দেশের স্পিকার-সহ সাংসদরা এই সামিটে অংশগ্রহণ করবেন। এছাড়া সদ্য জি-২০-র সদস্য হওয়া আফ্রিকান ইউনিয়নের সাংসদরাও যোগ দেবেন পি-২০ সামিটে।

জি-২০ সামিট আয়োজিত হয়েছিল ‘ভারত মণ্ডপম’-এ। এবার পি-২০ সামিট আয়োজিত হবে দিল্লির দ্বারকায় নয়া কনভেনশন সেন্টার, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টার ‘যশোভূমি’-তে। এই সামিটে প্রায় ২৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। P-20 সম্মেলনের মূল আলোচ্য বিষয় হল, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের জন্য সংসদ’। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর এবং লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে এই কর্মসূচিগুলি চূড়ান্ত করা হচ্ছে। 

দু-দিনব্যাপী সম্মেলনে চারটি অধিবেশন হবে ‘ভারত এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ লক্ষ্য নিয়ে পি-২০ সম্মেলনে বিশ্বের কাছে ভারতের প্রাচীন গণতান্ত্রিক ইতিহাস তুলে ধরা হবে। পাশাপাশি বিশ্বের সকল দেশে সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা দেওয়া হবে। দু-দিনের সম্মেলনে মোট চারটি অধিবেশনের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে, SDG-র জন্য এজেন্ডা তৈরি, লিঙ্গ সাম্যতা তুলে ধরতে মহিলাদের ক্ষমতায়ন, পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সবুজায়ন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-বিদায়-নিয়ে-নিল-বর্ষা!-পুজোর-নবমী-ও-দশমীতে-সাত-জেলায়-বৃষ্টির-পূর্বাভাস Read Next

Weather: বিদায় নিয়ে নিল বর্ষা! ...