You will be redirected to an external website

শিয়ালদহগামী এক্সপ্রেসের পর বালুরঘাট থেকেই শীঘ্রই চালু হচ্ছে আরও নতুন ট্রেন

শিয়ালদহগামী-এক্সপ্রেসের-পর-বালুরঘাট-থেকেই-শীঘ্রই-চালু-হচ্ছে-আরও-নতুন-ট্রেন

শিয়ালদহগামী এক্সপ্রেসের পর বালুরঘাট থেকেই শীঘ্রই চালু হচ্ছে

জোরকদমে কাজ চলছে বালুরঘাট স্টেশনে (Balurghat Station)। খুব দ্রুত চলবে দূরপাল্লার ট্রেন। সেই কাজ দেখতে শনিবার দুপুরে বালুরঘাট স্টেশনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। তাঁর সঙ্গেই ছিলেন রেলের উচ্চপদস্থ সব আধিকারিকেরা। এদিন স্টেশনে এসে মূলত সিক ও পিট লাইনের কাজই সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

এদিনই নতুন সিক ও পিট লাইনে একটি ট্রায়াল রানও হয়ে গিয়েছে। চালানো হয়েছে একটি লোকো ইঞ্জিনকে। নারকেল ফাটিয়ে নতুন লাইনে ট্রায়ালের সূচনা করেন ডিআরএম। স্বভাবতই খুশি রেল কর্মীরাও। খুশি বালুরঘাটের লোকজনও। এই লাইনের কাজ পাকাপাকিভাবে শেষ হয়ে গেলে শীঘ্রই দূরপাল্লার ট্রেনও চালানো হবে বলে খবর। আগামী কিছুদিনের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে বলে জানাচ্ছেন সুরেন্দ্র কুমার। তবে বর্ষার জন্য যে কাজে কিছুটা দেরি হয়েছে সে কথা মানছেন তিনিও।

আগামী মাসের মধ্যেই কাজটা পুরোপুরি শেষ হবে বলে আশা করছি। ১ তারিখ বালুরঘাট-শিয়ালদা ট্রেন চালু হয়েছিল। আগামীতে আরও নতুন দূরপাল্লার ট্রেন চালু হবে শীঘ্রই। পুরো কাজ শেষ হলে নতুন ট্রেন চালু হতে আর দেরি হবে না। অনেক ট্রেনের দাবি থাকলেও রেল বোর্ড থেকে যে ট্রেনগুলির অনুমোদন মিলবে সেগুলিই চলবে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

প্রধানমন্ত্রীর-ডাকে-সাড়া,-জগন্নাথ-মন্দিরের-সিঁড়ি-মুছলেন-কেন্দ্রীয়-মন্ত্রী Read Next

প্রধানমন্ত্রীর ডাকে সাড...