You will be redirected to an external website

Bihar: ‘শুখা’ বিহারে উল্টে গেল মদের গাড়ি! দেদার লুট বোতলের পর বোতল

Bihar:-‘শুখা’-বিহারে-উল্টে-গেল-মদের-গাড়ি!-দেদার-লুট-বোতলের-পর-বোতল

মদবোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর আরোহীরা চম্পট দেন

মদবোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর আরোহীরা চম্পট দেন। সেই সুযোগে গাড়িতে রাখা মদের বোতল হাতে তুলে হাসিমুখে এলাকা ছাড়ছেন সাধারণ মানুষ। এ ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই মদ বিক্রি এবং সেবন নিষিদ্ধ বিহারে।

২ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বিহারের গয়ায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মদবোঝাই একটি গাড়ির। দুর্ঘটনার পরেই গাড়ির আরোহীরা পালিয়ে যান। এ দিকে, দুর্ঘটনাগ্রস্তদের বাঁচাতে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরা এসে দেখেন, গাড়িতে কোনও আরোহীই নেই। 

অতঃপর, সেই মদের বোতল বগলদাবা করে হাসিমুখে দুর্ঘটনাস্থল ছাড়লেন সাধারণ মানুষ। এই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। মেঘ না চাইতেই ‘জল’ পাওয়ার আশায় বহু দূর-দূর থেকেও লোকজন আসতে শুরু করেন গয়ার দোভি এলাকায়। সকলেই চান অন্তত একটা করে বোতল বগলদাবা করতে। স্বভাবতই হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। খবর পেয়ে চলে আসে দোভি থানার পুলিশও। 

এ দিকে কিছু ক্ষণের মধ্যেই মদের গাড়ি ফাঁকা হয়ে যায়। সেই সঙ্গে কমে আসে মানুষের ভিড়ও। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যায়। তবে, লুটের মদ হজম করলে বিপদেরও সম্ভাবনা রয়েছে। আবগারি দফতর জানিয়েছে, ভিডিয়ো দেখে মদ লুটেরাদের শনাক্ত করা হবে। তার পর তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘বিজেপি-ফাঁসিয়ে-দিল!-মমতাদি-অভিষেক-জানেন-সব’,মন্তব্য-মন্ত্রী-জ্যোতিপ্রিয়ের Read Next

‘বিজেপি ফাঁসিয়ে দিল! মমত...