You will be redirected to an external website

বৈঠকের পরই বিজেপির অন্দরে ব্যাপক রদবদলের সম্ভাবনা,পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক

বৈঠকের-পরই-বিজেপির-অন্দরে-ব্যাপক-রদবদলের-সম্ভাবনা,পাঁচ-ঘণ্টা-ধরে-চলে-বৈঠক

বৈঠকের পরই বিজেপির অন্দরে ব্যাপক রদবদলের সম্ভাবনা

২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। বিজেপির কাছে অগ্নিপরীক্ষার এই নির্বাচন। তার আগেই চলতি বছরে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশ করতে হবে। কিন্তু প্রথম পরীক্ষাতেই ধাক্কা খেয়েছে বিজেপি, কর্নাটকে হাতছাড়া হয়েছে সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গদিতে বসেছে কংগ্রেস। বাকি রাজ্যেও যাতে একই পরিস্থিতি না হয়, তার জন্য় কড়া হাতে রাশ ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারই নিজের বাসভবনে বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন নমো। বৈঠকের পরই এবার বিজেপির অন্দরে ব্যাপক রদবদলের সম্ভাবনা। এমনকী, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রিসভাতেও বড় রদবদল করা হতে পারে।

সূত্রের খবর, চলতি বছরে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, অর্থাৎ মধ্য প্রদেশ, তেলঙ্গনা, রাজস্থান, ছত্তীসগঢ়ে বিজেপির সংগঠনে বড় পরিবর্তন আনা হতে পারে। বদল করা হতে পারে কর্নাটক ও হিমাচল প্রদেশের বিজেপির সংগঠনেও। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে রাজ্য সভাপতি, স্টেট ইনচার্জ-সহ একাধিক পদে বড়সড় পরিবর্তন করা হতে পারে। এমনকী, ২০২৪-র লোকসভা নির্বাচনকে পাখির যোগ করে মন্ত্রিসভাতেও রদবদলের সম্ভাবনা রয়েছে। এই নিয়ে জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সাংগঠনিক রদবদল নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব স্তরে আলোচনা চলছে। জুন মাসের তৃতীয় সপ্তাহেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

শান্তির-বার্তা-নিয়ে-রাহুল-গেলেন-মণিপুরে,কথা-বলবেন-ঘরছাড়াদের-সঙ্গে Read Next

শান্তির বার্তা নিয়ে রাহ�...

Related News