পশ্চিমবঙ্গে তিন কর্মসূচির পর ঝাড়খণ্ডে ভোটপ্রচারে মোদী
শুক্রবার দুপুরে বীরভুমের বোলপুরে বিজেপির জনসভা সেরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন পড়শি রাজ্য ঝাড়খণ্ডে। সেখানে একগুচ্ছ প্রচার কর্মসূচি রয়েছে। তাপপ্রবাহের কারণে ঝাড়খণ্ডে অধিকাংশ বড় রাজনৈতিক কর্মসূচিই এ বার শুরু হচ্ছে সন্ধ্যার পরে।
খুঁটি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার সমর্থনেও একটি প্রচার কর্মসূচিতে সন্ধ্যায় যোগ দিতে পারেন তিনি। রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচী গিয়ে সেখানকার বিজেপি প্রার্থী সঞ্জয় শেঠের সমর্থনে একটি রোড-শো করার কথা প্রধানমন্ত্রীর।
বৃহস্পতিবার রাতেই মোদী কলকাতায় চলে এসেছিলেন। রাত কাটিয়েছিলেন রাজভবনে। শুক্রবার সকালে সেখান থেকে তিনি বর্ধমানে গিয়ে ১১টায় সভা শুরু করেন। তার পরে কৃষ্ণনগরে সাড়ে ১২টায় সভা করার কথা মোদীর। বাংলায় দিনের শেষ তথা তৃতীয় সভাটি মোদী করবেন বোলপুরে। দুপুর আড়াইটেয় বোলপুরে সভা করার কথা তাঁর। সেখান থেকেই ঝাড়খণ্ড রওনা হবেন মোদী। শুক্রবার রাতে রাঁচীর রাজভবনে থাকবেন মোদী।