You will be redirected to an external website

টম্যাটোর পর এবার আটার দাম আকাশছোঁয়া, দাম বাড়তে চলেছে স্ন্যাকসের

টম্যাটোর-পর-এবার-আটার-দাম-আকাশছোঁয়া,-দাম-বাড়তে-চলেছে-স্ন্যাকসের-

টম্যাটোর পর এবার আটার দাম আকাশছোঁয়া

সবজি থেকে শুরু করে চাল, ডালও দামি হয়েছে। গত দু-মাস ধরে টম্যাটো, আদা, কাঁচালঙ্কার দামে নাজেহাল অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। এবার অন্যতম নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, আটার দাম হয়েছে আকাশছোঁয়া। গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আটার দাম। আটার ক্রমবর্ধমান দাম ঠেকাতে গমের উপর থেকে ১০ শতাংশ আমদানি শুল্ক তুলে নিয়েছে সরকার। এরপরেও দাম কমেনি। গমের পাশাপাশি লাগামছাড়া হয়েছে আটার দাম। 

শহরে আটার দাম উঠেছে ৬৭ টাকা বর্তমানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে সবচেয়ে বেশি দামে আটা বিক্রি হচ্ছে। এখানে এক কেজি আটার দাম ৬৭ টাকা। তবে আন্দামান ও নিকোবরের বিভিন্ন জায়গায় আটার দাম আলাদা। পোর্ট ব্লেয়ারের তুলনায় কার নিকোবরে আটা সামান্য সস্তা। এখানে এক কেজি আটার দাম ৬৬ টাকা। একইভাবে মায়াবন্দর শহরে কার নিকোবরের চেয়ে সস্তায় আটা বিক্রি হচ্ছে। এখানে এক কেজি আটার দাম ৬৫ ​​টাকা। তবে রাজধানী দিল্লিতে এক কেজি আটার দাম ৩০ থেকে ৩৫ টাকা।

গম এমন একটি খাদ্যশস্য, যা থেকে পাউরুটি, স্ন্যাক্স-সহ অনেক ধরনের খাবার তৈরি হয়। ফলে আটা ও গমের দাম বৃদ্ধি পাওয়ায় পাউরুটি-সহ আটা-ময়দার তৈরি বিভিন্ন স্ন্যাকসের দাম বাড়তে চলেছে।গম, আটার দামে রাশ টানতে ও আটা, ময়দা থেকে প্রস্তুত বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ ভাবনা-চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। রাশিয়া থেকে গম আমদানির কথা কেন্দ্র ভাবছে বলে সূত্রের খবর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বৃষ্টিতে-ব্যাপক-ক্ষতি,-‘রাষ্ট্রীয়-বিপর্যয়’-ঘোষণা-হিমাচল-সরকারের Read Next

বৃষ্টিতে ব্যাপক ক্ষতি, ‘...